বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ তনিষ্কা তিওয়ারি মানেই দর্শকের কাছে আদরের কুসুম। পর্দায় শান্ত স্বভাবের মেয়ে হলেও বাস্তব জীবনে যে তিনি বেশ আধুনিক এবং আত্মবিশ্বাসী, তা আবার প্রমাণ করলেন সাম্প্রতিক কিছু ছবির মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে সাগরপাড়ে টু পিসে ধরা দিয়েছেন তনিষ্কা। সমুদ্রের নীল জল আর খোলা আকাশের মাঝে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি মুহূর্তে নজর কেড়েছে নেটপাড়ার। অনেকেই বিশ্বাসই করতে পারছেন না, পর্দার সেই লাজুক কুসুম বাস্তবে এতটা বোল্ড হতে পারেন।
এই মুহূর্তে শুটিংয়ের টানা ব্যস্ততা থেকে খানিকটা বিরতি নিয়েছেন অভিনেত্রী। জানা গেছে, পড়াশোনার চাপের মাঝেই একটু মানসিক স্বস্তি পেতেই এই ছোট্ট সফর। ডিসেম্বরের ছুটিতে বাবা মায়ের সঙ্গে আন্দামান নিকোবর ঘুরতে গিয়েছিলেন তনিষ্কা। সেই সময় তোলা ছবিগুলিই এখন একে একে শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে। কখনও বিচ ওয়্যারে পোজ, কখনও আবার খোলা চুলে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা এই ছবিগুলি দেখে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।
তবে গ্ল্যামারের ঝলকের আড়ালে রয়েছে কঠোর পরিশ্রম আর দায়িত্ববোধের গল্প। তনিষ্কা এখনও দশম শ্রেণীর ছাত্রী। সামনেই তাঁর জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ড এক্সাম। একদিকে ধারাবাহিকের নিয়মিত শুটিং, অন্যদিকে পড়াশোনার চাপ সামলানো সহজ কাজ নয়। তবুও অভিনেত্রীর কাছের মানুষদের দাবি, তিনি পড়াশোনায় ভীষণ সিরিয়াস। শুটিং সেটে ফাঁক পেলেই বই খাতা নিয়ে বসে পড়তে দেখা যায় তাঁকে।
বিহারের মেয়ে তনিষ্কা এখনও বয়সের ষোলোর গণ্ডি পেরোননি। এত অল্প বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেও তিনি নিজের লক্ষ্য থেকে একচুলও নড়েননি। কেরিয়ার এবং শিক্ষা দুই দিকই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছেন তিনি। তাই তাঁর এই আত্মবিশ্বাস আর পরিশ্রম অনেক তরুণ প্রজন্মের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় যতই বোল্ড ছবি ভাইরাল হোক না কেন, বাস্তবে তিনি যে কতটা পরিণত, তা বারবার প্রমাণ করছেন।
আরও পড়ুনঃ দীর্ঘ ২৫ বছর পর, ফের একসঙ্গে রুপোলি পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চক্রবর্তীর হিট জুটি! নতুন বছরে পর্দা কাঁপাতে আসছে কোন সেই ছবি?
এদিকে ছোট পর্দায় কুসুমের গল্পেও এসেছে নতুন মোড়। ধারাবাহিকে নতুন নায়িকার প্রবেশ ঘিরে শুরু হয়েছে জল্পনা। আয়েন্দ্রীর আগমনে কুসুমের জীবনে ঠিক কী ধরনের ঝড় উঠবে, তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। বাস্তব জীবনের গ্ল্যামার আর পর্দার নাটকীয় টানাপোড়েন মিলিয়ে তনিষ্কা তিওয়ারি এখন যে চর্চার শীর্ষে, তা বলাই বাহুল্য।
