জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai: জ্ঞান ফিরেই কোমরে হাত দিয়ে উচ্ছে বাবুকে নকল করা শুরু করে দিল মিঠাই রানী! “তুমি না একটা Stupid মেয়ে! ননসেন্স!” হাসিখুশি মিঠাইয়ের কথা শুনে হেসে কুটিপাটি দর্শকরা

জি বাংলার মিঠাই রানী শুধু জি বাংলা নয়, প্রায় প্রতিটি বাঙালি পরিবারেরই আদরের মেয়ে এবং উচ্ছে বাবু তাদের আদরের জামাই হয়ে উঠেছে। মিঠাই কে বাঙ্গালী দর্শকরা কতটা ভালোবাসে সেটা আলাদা করে লিখে বোঝানোর প্রয়োজন পড়ে না। টিআরপি ফলাফল তার প্রমাণ দিয়ে দিচ্ছে।

images 45

এদিকে গ্রামে গঞ্জে মিঠাই ভীষণ জনপ্রিয়। তাইতো মাঝে মাঝেই মিঠাই এবং ধারাবাহিকের অন্যান্য তারকার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়।

images 44

এবার আবার ভাইরাল হয়েছে মিঠাইয়ের একটা অদ্ভুত কীর্তি যা জেনে হেসে ফেলবেন আপনারাও। বাস্তবে মিঠাই আর উচ্ছে বাবুর সম্পর্ক নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছে। বহুদিন থেকে বহু জন দাবি করে আসছে যে এই দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। যদিও মিঠাই অর্থাৎ সৌমীতৃষা কুণ্ডু এবং উচ্ছে বাবু অর্থাৎ আদৃত রায় সেই জল্পনাগুলিকে উড়িয়ে দিয়েছে।

Screenshot 2022 07 31 17 54 25 43 f9ee0578fe1cc94de7482bd41accb3292

কিন্তু যেটা সত্যিই সেটা হল দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ঠান্ডা লড়াই চলছে। যদিও দর্শকদের সামনে সেটা পর্দায় প্রকাশ পাচ্ছে না। তবে মনের মধ্যে দুজনের এখনো ঝামেলা মিটে গিয়ে বন্ধুত্ব তৈরি হয়নি।

তবে দর্শকদের বিনোদন দিতে কোন কসুর রাখতে চায় না মিঠাই। তাই তাদের সব দাবি মেনে নেয় সে। এবার একটি খোলা মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে মিঠাই দর্শকদের একটি অদ্ভুত দাবি পূরণ করল।

images 42

আসলে, ভিডিওতে দেখা গেছে মিঠাইকে অনেকেই অনুরোধ করছে উচ্ছে বাবুর নকল করার জন্য। শেষমেষ সেই দাবি রেখেছে সে। আর দাবি মেনে নিয়ে একেবারে যথাযথভাবে নকল করেছে নিজের অনস্ক্রিন স্বামীর।

মিঠাই দর্শকদেরকে আশ্বাস দিয়ে বলে সে খবর নিয়ে নিয়েছে এখানে উচ্ছে বাবু আসবে না। তাই সে সাহস করে নকল করছে। “শোনো মিঠাই, তোমার ধারণা নেই আমি কি কি করতে পারি ইউ নো? তুমি না একটা Stupid মেয়ে! ননসেন্স। মাথায় তো কিছু নেই। কী ভাবো তুমি নিজেকে হ্যাঁ? সারাক্ষণ বকবক বকবক বকবক। স্টুপিড”। পর্দার এই সংলাপগুলো পরপর মুখস্ত বলে গেল মিঠাই।

WhatsApp Image 2022 07 23 at 8.08.48 PM

তারপর মিঠাই রানী দর্শকদের প্রশ্ন করে “আপনাদের কি মনে হয় আমি স্টুপিড?”তারপরেই সে বলে উচ্ছে বাবু একটু বেশি বকবক করে। মিঠাইয়ের কীর্তিতে মঞ্চ ভরে উঠলো হাততালিতে।

Pabitra