জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Monami Ghosh: আগের দিন পরেছিলেন চালের বস্তা এবার মনামী গলায় পরলেন মাকড়সার জাল! ‘ফ্যাশন সেন্সটা একটু ঠিক করো’, জ্ঞান দিলেন নেটিজেনরা

বলিউড এবং হলিউড সেলিব্রেটিরা ফ্যাশান নিয়ে যত এক্সপেরিমেন্ট করেন আমাদের টলিউড সেলিব্রিটিদের অতটা দেখা যায় না তার প্রধান কারণ অবশ্যই নেটিজেনরা। এখানে টলিউড সেলিব্রেটিরা অন্যরকম কিছু করলেই এত বেশি ট্রোলিং হয় যে তারা বাধ্য হয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় পান।

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ কিন্তু বরাবর ডাকাবুকো। তিনি এসব ট্রোলিংয়ে একদম ভয় পান না আর নিজের ইচ্ছে মতো পোশাক স্টাইল করেন। তাতে আমরা নতুন নতুন স্টাইল দেখতে পাই। আর অনেকেই সাহস করে সেগুলো পরে রাস্তায় বেরিয়ে পড়েন। মাঝে অনেকদিন মনামীকে আমরা ছোটপর্দায় দেখতে পাইনি। তবে বেলাশুরু সিনেমাতে তাকে আমরা দেখতে পেয়েছিলাম। আবার মন আমি ছোট পর্দায় ফিরে এসেছেন ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রির হাত ধরে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সেখানে বিচারকের ভূমিকায় আছেন তিনি। প্রথম সপ্তাহের স্টাইলিং করেছিলেন পাটের শাড়ি পরে। যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রোলিং হয়েছিল এই বলে যে তিনি চালের বস্তা পরেছেন। কিন্তু তাতে কি মনামী ভয় পেয়ে স্টাইলিং বন্ধ করে দিয়েছেন? একদম নয়। আবার তিনি নতুন এসেছেন ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’তে।

আজকে তাকে আমরা দেখতে পাবো, গলায় তিনি এমন মুক্তোর মালা পরেছেন যেটা দেখে মনে হবে যেন মাকড়সার জাল পরেছেন। এই নিয়েও টানাহেঁচড়া শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন প্রথম সপ্তাহে চালের বস্তা, পরের সপ্তাহে মাকড়সার জাল পরে এসেছেন মনামী। না জানি আগামী সপ্তাহে কী পরে আসবেন তিনি।যদিও তাতে মনামীর কিছুই যায় আসে না।

Nira

                 

You cannot copy content of this page