“যত বয়স বাড়ছে, ততই পাগল হয়ে যাচ্ছেন”—নীল আলতা পড়া নিয়ে মনামী ঘোষকে কটাক্ষ নেটিজেনদের, কেন এমন সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী?
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে নিয়ে আবারও শুরু হয়েছে নেটদুনিয়ার কটাক্ষ। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও লুক নিয়ে তিনি বরাবরই এক্সপেরিমেন্ট করেন। কখনও নতুন হেয়ারস্টাইল, কখনও আবার আলাদা সাজপোশাক—সব সময়ই মনামী ভক্তদের চমকে দিতে ভালোবাসেন। তবে এবার তাঁর নতুন ফ্যাশন এক্সপেরিমেন্টকে ঘিরেই নেটপাড়ায় উঠেছে কটাক্ষের ঝড়।
সম্প্রতি মনামী ঘোষকে দেখা গেল একেবারে ব্যতিক্রমী রূপে। সাধারণত লাল আলতা পরতে অভ্যস্ত বাঙালি নারীরা। কিন্তু মনামী হঠাৎই নীল আলতা পড়ে হাজির হন ক্যামেরার সামনে। তিনি নিজেই জানিয়েছেন, “লাল আলতা তো এতদিন পরে এসেছি, কিন্তু নীল আলতা কেউ পড়েনি। তাই আমি নীল আলতা ট্রাই করলাম।” শুধু তাই নয়, তিনি আরও বলেন, “মেয়েরা যদি নীল আলতা পড়ে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, আমি সেগুলো অবশ্যই শেয়ার করব।” তাঁর এই বক্তব্য অনেককে চমকিত করেছে।
কিন্তু এখানেই শুরু ট্রোল। মনামীর নতুন লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষের বন্যা। কেউ লিখেছেন, “কালো আলতা পড়লে আরও ভালো লাগবে, যেন একেবারে অলক্ষী।” আবার কেউ পৌরাণিক ব্যাখ্যা টেনে এনে লিখেছেন, “আলতা আর সিঁদুর কখনও লাল ছাড়া অন্য রঙের হয় না। কারণ লাল মানে মা দুর্গার শক্তির প্রতীক। তাই অন্য রঙের হলে সেটা আলতা নয়।”
এছাড়াও আরও অনেকে সরাসরি সমালোচনার সুর তুলেছেন। একজন লিখেছেন, “দেখতে একেবারেই বাজে লাগছে। আপনারা সেলিব্রিটি বলে যা খুশি পড়বেন, আর মানুষ সেটা সুন্দর ভাববে—এই ধারণাটা ভুল।” অন্য এক নেটিজেনের মন্তব্য, “যত বয়স বাড়ছে, ততই পাগল হয়ে যাচ্ছেন মহিলাটি।”
আরও পড়ুনঃ ‘সর্বজয়া’র পর দীর্ঘ বিরতির অবসান, আবারও টেলিভিশনে পা রাখতে চলেছেন দেবশ্রী রায়! কোথায় এবং কীভাবে ফিরছেন, তা নিয়ে তুঙ্গে জল্পনা!
অভিনেত্রী মনামী ঘোষের এই ব্যতিক্রমী ফ্যাশন চর্চা নিয়ে তাই মতভেদ প্রবল। কেউ প্রশংসা করছেন তাঁর সাহসের, আবার অনেকেই কটাক্ষ ছুড়ছেন লাগাতার। তবে স্পষ্ট একটাই—মনামী ঘোষ সব সময়ই নিজের মতো করে আলাদা কিছু করতে ভালোবাসেন। নীল আলতার এই এক্সপেরিমেন্ট শেষ পর্যন্ত কতটা জনপ্রিয় হয়, সেটা সময়ই বলবে। কিন্তু আপাতত সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে যে চর্চা তুঙ্গে, তা অস্বীকার করার উপায় নেই।
https://www.facebook.com/share/r/14FQekrTWoX/![tollywood, entertainment], Monami Ghosh, বিনোদন, মনামী ঘোষ Monami Ghosh faces trolls for wearing blue alta](https://tollytales.com/wp-content/uploads/2025/08/Monami-Ghosh-faces-trolls-for-wearing-blue-alta-1024x538.webp)