বাংলার ছোটপর্দা আজ শুধু বিনোদনের মাধ্যম নয়, আবেগের ঠিকানা। প্রতিদিন সন্ধ্যা নামলেই দর্শকরা টেলিভিশনের সামনে বসে পড়েন প্রিয় ধারাবাহিকের চরিত্রগুলির সুখ-দুঃখের সঙ্গী হতে। এই গল্পগুলো যেন পরিবারেরই এক সদস্য হয়ে উঠেছে। নায়ক-নায়িকার সম্পর্ক, নাটকীয় মোড়, কিংবা সামাজিক বার্তা—সবকিছুই দর্শকের মনে গভীর ছাপ ফেলছে।
বর্তমানে বাংলা টেলিভিশনে চলছে এক তীব্র লড়াই। প্রতিটি প্রযোজনা সংস্থা, চ্যানেল ও অভিনেতা-অভিনেত্রীদের লক্ষ্য একটাই—টিআরপি তালিকায় শীর্ষে থাকা। কোন ধারাবাহিক কতটা দর্শকের মন জয় করছে, সেই সংখ্যাই নির্ধারণ করছে তাদের সাফল্য। ফলে প্রতিটি গল্প, সংলাপ ও মোড়ে তৈরি হচ্ছে টিআরপি যুদ্ধের নতুন রণক্ষেত্র।
এই সপ্তাহে টিআরপি রেসে এগিয়ে রয়েছে পরিণীতা। ধারাবাহিকটি তার কাহিনি ও অভিনয়ের জোরে অন্যদের পিছনে ফেলে দিয়েছে। কাছাকাছি লড়াই করছে জগদ্ধাত্রী ও ফুলকি, যারা ধারাবাহিকভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। অন্যদিকে, ও মোর দরদিয়া ও লক্ষ্মী ঝাঁপিও নিজেদের জায়গা পোক্ত করছে।
আরও পড়ুনঃ যদিও শীর্ষে কয়েকটি নাম রয়েছে, তুই আমার হিরো, রাঙ্গামতি তীরন্দাজ, পরশুরাম, এমনকি কুসুম-এরও দর্শক সংখ্যা কম নয়। গল্পের মোড়ে নতুন চমক এলে এই ধারাবাহিকগুলিও সহজেই উঠে আসতে পারে টিআরপি তালিকার শীর্ষে।
আজকের টিআরপি তালিকা সেরা ৫- এর নাম
১.পরিণীতা – ৭.৫
২.জগদ্ধাত্রী – ৬.৭
৩.চিরদিনই তুমি যে আমার – ৬.৫
৪.ফুলকি – ৬.৪
৫. পরশুরাম – ৬.৪
