জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টিআরপি-র মুকুটধারী ‘পরিণীতা’! আবারও সেরার সেরা জী বাংলা! স্টার জলসার ধারাবাহিক কি হারিয়ে গেল যুদ্ধের তালিকা থেকে?

বাংলার ছোটপর্দা আজ শুধু বিনোদনের মাধ্যম নয়, আবেগের ঠিকানা। প্রতিদিন সন্ধ্যা নামলেই দর্শকরা টেলিভিশনের সামনে বসে পড়েন প্রিয় ধারাবাহিকের চরিত্রগুলির সুখ-দুঃখের সঙ্গী হতে। এই গল্পগুলো যেন পরিবারেরই এক সদস্য হয়ে উঠেছে। নায়ক-নায়িকার সম্পর্ক, নাটকীয় মোড়, কিংবা সামাজিক বার্তা—সবকিছুই দর্শকের মনে গভীর ছাপ ফেলছে।

বর্তমানে বাংলা টেলিভিশনে চলছে এক তীব্র লড়াই। প্রতিটি প্রযোজনা সংস্থা, চ্যানেল ও অভিনেতা-অভিনেত্রীদের লক্ষ্য একটাই—টিআরপি তালিকায় শীর্ষে থাকা। কোন ধারাবাহিক কতটা দর্শকের মন জয় করছে, সেই সংখ্যাই নির্ধারণ করছে তাদের সাফল্য। ফলে প্রতিটি গল্প, সংলাপ ও মোড়ে তৈরি হচ্ছে টিআরপি যুদ্ধের নতুন রণক্ষেত্র।

এই সপ্তাহে টিআরপি রেসে এগিয়ে রয়েছে পরিণীতা। ধারাবাহিকটি তার কাহিনি ও অভিনয়ের জোরে অন্যদের পিছনে ফেলে দিয়েছে। কাছাকাছি লড়াই করছে জগদ্ধাত্রী ও ফুলকি, যারা ধারাবাহিকভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে। অন্যদিকে, ও মোর দরদিয়া ও লক্ষ্মী ঝাঁপিও নিজেদের জায়গা পোক্ত করছে।

আজকের টিআরপি তালিকা সেরা ৫- এর নাম

১.পরিণীতা – ৭.৫
২.জগদ্ধাত্রী – ৬.৭
৩.চিরদিনই তুমি যে আমার – ৬.৫
৪.ফুলকি – ৬.৪
৫. পরশুরাম – ৬.৪

Piya Chanda

                 

You cannot copy content of this page