টেলিভিশনের ধারাবাহিক মানেই বাঙালি দর্শকের নিত্যদিনের সঙ্গী। ব্যস্ত জীবনের মাঝেও মানুষ দিনের শেষে টিভির সামনে বসে প্রিয় গল্পে ডুবে যেতে চান। একদিকে চরিত্রগুলির হাসি-কান্না, প্রেম-বিরহ বা পারিবারিক টানাপোড়েন যেন দর্শকের নিজের জীবনেরই প্রতিচ্ছবি। তাই কোন ধারাবাহিক কতটা জনপ্রিয় হচ্ছে, সেই মাপকাঠি হিসেবে টিআরপি রেটিং আজও সমান গুরুত্বপূর্ণ।
যতটা দর্শক ভালোবাসা পায় একটি গল্প, ততটাই বাড়ে তার টিআরপি। আর এই সংখ্যার লড়াই নিয়েই চলে চ্যানেলগুলির নিত্য প্রতিযোগিতা। কোন ধারাবাহিক শীর্ষে থাকবে আর কে পিছিয়ে পড়বে, সেই দৌড় নিয়েই টিআরপির রেজাল্ট। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় দেখা যায় রদবদল। কারও সাফল্যে আনন্দ, আবার কারও ব্যর্থতায় চাপা চিন্তা। এই প্রতিযোগিতার মধ্যেই তৈরি হয় নতুন রেকর্ড আর বদলে যায় দর্শকের পছন্দের সমীকরণ।
এই সপ্তাহে শীর্ষে রয়েছে ‘পরিণীতা’, টিআরপি ৬.৯ রেটিং নিয়ে এক নম্বর আসনে বসেছে এই ধারাবাহিক। ঠিক তার পরেই রয়েছে ‘রাঙামতি’, যার রেটিং ৬.৬। খুব একটা ব্যবধান নেই দুই ধারাবাহিকের মধ্যে। আর তৃতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম’, যার রেটিং ৬.৫। অর্থাৎ প্রথম তিন স্থানেই টক্কর বেশ জমজমাট।
চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক— ‘জগদ্ধাত্রী’ এবং ‘রাণী ভবানী’। দু’টিরই রেটিং ৬.৪। আর পঞ্চম স্থানে সমানভাবে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘ফুলকি’, দু’টির রেটিং ৬.১। তবে এখানেই শেষ নয়, তালিকায় নজর কাড়ছে আরও দুটি নাম— গত সপ্তাহে ট্রেন্ডিং হওয়া ‘কোন গোপনে মন ভেসেছে’, যার রেটিং ৪.৮ এবং ‘ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে’ যার রেটিং ৬.১।
আরও পড়ুনঃ সতীনাথের অবস্থা নিয়ে দুশ্চিন্তার মাঝেই মায়ের কড়া নিষেধ, আর্যকে ভুলে যেতে বাধ্য হচ্ছে অপর্ণা! ছাদে গিয়ে কান্নায় ভেঙে পড়ল অপর্ণা, পাশে দাঁড়িয়েও দোষী হতে হলো রুম্পাকে! মায়ের শর্তেই কি ভেঙে যাবে আর্য-অপুর সম্পর্ক?
চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি লিস্ট—
- পরিণীতা – 6.9
- রাঙামতি – 6.6
- পরশুরাম – 6.5
- জগদ্ধাত্রী, রাণী ভবানী – 6.4
- চিরদিনই তুমি যে আমার, ফুলকি – 6.1
Trending: কোন গোপনে মন ভেসেছে (Last Week) – 4.8
Special: Dance Bangla Dance Grand Finale – 6.1 - Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।