জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘সিরিয়ালে ঘন্টার পর ঘন্টা কাজ করে আর সময় হয় না বড় পর্দায় যাবার!’, সাফ বললেন বাহামণির “অর্চি বাবু” ঋষি কৌশিক

ছোট পর্দার এক জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। এখানে আকাশ থেকে শুরু করে কুসুমদোলা, কোরা পাখি, সোনা রোদের গান ইত্যাদি একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করে গিয়েছেন ঋষি কৌশিক। আর এখন হামেশাই বিভিন্ন চরিত্রে দেখা যায় তাঁকে।

সম্প্রতি অভিনেতাকে দেখা যাচ্ছে কালার্স বাংলা চ্যানেলের সোনা রোদের গান ধারাবাহিকে মুখ্য ভূমিকায়। এখানে আকাশ নীল ধারাবাহিকে উজান এবং সোনা রোদের গানে অনুভব দুজনেই ডাক্তার। তবে দুজনের মধ্যে কি কোনও মিল খুজে পেয়েছেন অভিনেতা? এক সাক্ষাৎকারের অভিনেতা জানিয়েছেন অনুভব অনেক বেশি পরিণত বলে মনে করেন তিনি। পাশাপাশি সে বদমেজাজি নয় কিন্তু রাগী। অন্যদিকে উজানের চরিত্রটি অনেক বেশি ছেলেমানুষীতে পরিপূর্ণ।

অন্যদিকে ধারাবাহিকে কাজ করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা কী ঋষি কৌশিকের? অভিনেতা জানিয়েছেন এই মুহূর্তে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন একটি ওয়েব সিরিজের জন্য। এছাড়াও আরেকটা ধারাবাহিক করছেন তিনি।

এরপরে সাংবাদিক প্রশ্ন করেন যে এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন বড় পর্দায় দেখা যায় না তাঁকে? উত্তরে ঋষি কৌশিক জানিয়েছেন ধারাবাহিকের জন্য এতটা সময় দিতে হয় তাঁকে যে তারপরে আর বড় পর্দায় কাজ করার সময় পাওয়া যায় না। সিরিয়ালের জন্য টানা কয়েক ঘণ্টার শুটিং হয়।

তবে এখন বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট বেরোচ্ছে যেগুলিতে অভিনেতা কাজ করতে আগ্রহী। সময় এবং সুযোগ পেলে অভিনেতা সেই সমস্ত কিছুতে কাজ করতে চান। এর পাশাপাশি জানান তিনি করোনার সময় ইন্ডাস্ট্রির পাশাপাশি টেলিভিশন দুনিয়ার যথেষ্ট ক্ষতি হয়েছে।

Nira

                 

You cannot copy content of this page