জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জামাইষষ্ঠীতে জমিয়ে ভুরিভোজ করলেন পিলু’র রঙ্গন-শিঞ্জিনী!সামনে সাজানো থরে থরে বাঙালি খাবার, রুদ্রজিৎকে জড়িয়ে ধরে মিষ্টি করে ছবি তুললেন প্রমিতা

পিলু সিরিয়ালের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুদ্রজিৎ ও প্রমিতা। তারা বাস্তবের স্বামী স্ত্রী, সিরিয়াল করতে করতেই ভালোবাসা। এখানেও রঙ্গন-শিঞ্জিনী হয়েই অভিনয় করছিলেন তারা। বিয়ে হয়েছে একবছর হল, অথচ প্রেম এখনো অটুট আগের মতোই।

এইবছর দ্বিতীয় জামাইষষ্ঠী রুদ্রজিতের। একটু পুরনো জামাই তা বলে কি আদর আপ্যায়ন হবে না? তাই ষোলো আনা বাঙালিয়ানাতে জমিয়ে বাঙালি খাবার দিয়ে ভুরিভোজ করলেন রুদ্রজিৎ। সঙ্গ দিলেন প্রমিতাও‌। সেই ছবি তারা ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

সামনে সাজানো পোলাও,মাছ,মাংস,হরেক রকম বাঙালি পদ, মিষ্টি। দুজনে দু’জনকে জড়িয়ে ধরে বসে আছেন। ছবি দেখে আপ্লুত দর্শকরা। তারা অনেক শুভেচ্ছা জানিয়েছেন দু’জনকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page