জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিশ্ব মঞ্চের তারকা শ্রেয়া ঘোষাল! অর্থ আর খ্যাতির সাগরে ডুবেও, সাদামাটা বাঙালিয়ানা প্রতি গভীর টান! গায়িকা কীভাবে রক্ষা করছেন তাঁর শিকড়ের ঐতিহ্য?

বিশ্বজুড়ে তাঁর কণ্ঠের মুগ্ধতা। মঞ্চে উঠলেই শ্রোতারা হারিয়ে যান শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে। লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডন কিংবা মুম্বইয়ের ঝলমলে স্টেজ, সব জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। তবু এত খ্যাতি আর ব্যস্ততার মাঝেও তাঁর মন পড়ে থাকে বাঙালির ঘরোয়া জীবনের দিকে। আধুনিক জীবনযাত্রার চাকচিক্যের আড়ালেও শ্রেয়ার হৃদয়ে বাস করে একেবারে সাদামাটা বাঙালি মেয়েটি।

সম্প্রতি নিজের পছন্দের খাবার নিয়ে মুখ খুলেছেন শ্রেয়া। তিনি স্পষ্টই জানিয়েছেন, নামী রেস্তোরাঁর ঝলমলে মেনু তাঁর মন টানতে পারে না। বরং যে খাবার তাঁকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়, তা একেবারেই সাধারণ। তাঁর প্রিয় খাবারের তালিকায় আছে মুসুর ডাল আলুসেদ্ধ আর ভাত। এই স্বীকারোক্তি শুনে অনেকেই অবাক হয়েছেন, আবার অনেক বাঙালির মুখে ফুটেছে প্রশান্তির হাসি।

শ্রেয়ার মতে, এই ঘরোয়া খাবারের স্বাদে রয়েছে আলাদা এক অনুভূতি। পৃথিবীর যত দামি রান্নাই সামনে আসুক না কেন, ডাল ভাত আর আলুসেদ্ধ যে শান্তি দেয়, তার তুলনা নেই। ব্যস্ত দিনের শেষে এই খাবারই তাঁকে নিজের শিকড়ের কাছে ফিরিয়ে নেয়। তাঁর কথায় স্পষ্ট, খাবারের সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি আর আবেগ, যা কোনও রাজকীয় পদের মধ্যেই পাওয়া যায় না।

মুম্বইয়ের গ্ল্যামার জগতে দীর্ঘ সময় কাটিয়েও শ্রেয়া নিজের শিকড় ভুলে যাননি। তিনি প্রবাসী বাঙালি হলেও মনেপ্রাণে আজও বাঙালিয়ানা আঁকড়ে ধরেই আছেন। বড় তারকা হয়েও মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন তিনি। তাঁর জীবনযাপন প্রমাণ করে, সাফল্য আর সাধারণত্ব পাশাপাশি চলতে পারে অনায়াসেই।

এই বক্তব্য সামনে আসতেই নেটমাধ্যমে ভক্তদের আবেগ উথলে পড়েছে। কেউ লিখেছেন, এত ভাষায় গান গেয়েও শ্রেয়া আজও পাশের বাড়ির মেয়েটির মতোই। আবার কারও মতে, ডাল ভাত আলুসেদ্ধর প্রতি ভালোবাসাই তাঁর খাঁটি বাঙালি সত্তার সবচেয়ে বড় প্রমাণ। শ্রেয়া ঘোষাল যেন হাজারো প্রবাসী বাঙালির কাছে এক অনুপ্রেরণার নাম।

Piya Chanda

                 

You cannot copy content of this page