জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মঞ্চে আর গান নয়! এবার বাংলা ধারাবাহিকের পর্দায় জোজো মুখোপাধ্যায়! নতুন বছরেই পেশা পরিবর্তন, কোন গল্পে অভিনয় করবেন জনপ্রিয় গায়িকা?

দীর্ঘদিন ধরে নিজের কণ্ঠের জাদুতে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জোজো মুখোপাধ্যায়। বাংলা ছবির গান, অ্যালবাম কিংবা মঞ্চের লাইভ শো সর্বত্রই তাঁর উপস্থিতি মানেই বিশেষ আকর্ষণ। বর্তমানে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা তে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। এবার সেই পরিচিত মঞ্চ ছেড়ে ছোট পর্দার ধারাবাহিকে বিশেষ উপস্থিতিতে আসতে চলেছেন জোজো, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

খবর অনুযায়ী, জি বাংলার ধারাবাহিক জোয়ার ভাঁটা তে একটি বিশেষ পর্বে দেখা যাবে জোজোকে। এখানে তিনি অভিনয়ে নয়, নিজের গানের মাধ্যমেই দর্শকের মন জয় করতে আসছেন। পিঠে পুলি উৎসব উপলক্ষে ধারাবাহিকে যে বিশেষ পর্ব সম্প্রচারিত হবে, সেই পর্বেই থাকবে তাঁর গান। এই উৎসবের আয়োজন করবে ঋষি ও উজি, যেখানে আনন্দ, গান আর আবেগ মিলেমিশে এক আলাদা রঙ আনবে গল্পে।

এই বিশেষ পর্বে আরও এক চমক রয়েছে। জোয়ার ভাঁটা র সঙ্গে একসঙ্গে দেখা যাবে জি বাংলার আর এক জনপ্রিয় ধারাবাহিক দাদামণি র পরিবারকেও। দুই ধারাবাহিকের চরিত্ররা একসঙ্গে উৎসবে মেতে উঠবে, যা দর্শকের জন্য নিঃসন্দেহে বাড়তি পাওনা। তবে আনন্দের আড়ালে লুকিয়ে থাকতে পারে নতুন কোনও অশান্তির ইঙ্গিত। নিশার আচরণ নিয়ে সন্দেহ বাড়ছে, আর সেই কারণেই ইন্সপেক্টর জিৎ কড়া নজর রাখছে তার উপর।

দুই বোনের স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ের গল্প বলছে জোয়ার ভাঁটা। খুব অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকের মন জয় করেছে। নিশা ও উজি চরিত্রে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতির অভিনয় আলাদা করে প্রশংসা কুড়িয়েছে। নেটিজেনদের মতে, একসঙ্গে পর্দায় এসে তাঁরা যেন একে অপরকে টেক্কা দিচ্ছেন। এই জনপ্রিয়তার প্রভাব স্পষ্টভাবে ধরা পড়ছে টিআরপি তালিকাতেও।

গল্পের বর্তমান মোড়ে বদলে গিয়েছে দুই বোনের জীবন। বাবার মৃত্যুর পর প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে নিশা। ঋষির পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে সে, আর তাতে জড়িয়ে পড়ে উজিও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উজির মনে জন্ম নিচ্ছে ভালোবাসা। প্রতিশোধ আর প্রেমের টানাপোড়েনে গল্প কোন দিকে মোড় নেবে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page