জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Shreya Ghoshal: বয়স মাত্র ১৪ মাস, তবু তার জনপ্রিয়তায় কাঁপছে নেট দুনিয়া! শ্রেয়া ঘোষালের মিষ্টি ছোট্ট ছেলে উড়োজাহাজে উড়ে গেলো গোয়ায়! ভাইরাল সেই ভিডিও

সঙ্গীত জগতের পরিচিত এবং জনপ্রিয় এক নাম শ্রেয়া ঘোষাল। এখন তাঁর সুনাম বাংলা ছেড়ে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। একের পর এক প্রচুর হিট গান তিনি উপহার দিয়েছেন টলিউড এবং বলিউড জুড়ে।

কোনদিন এই বাঙালি নায়িকা কন্ট্রোভার্সিতে থাকেননি। এর পাশাপাশি এখন আবার নিজের ছোট্ট ছেলের জন্য আবার আলোচনায় উঠে এলেন এই গায়িকা।

সদ্য মা হয়েছেন শ্রেয়া ঘোষাল। তবে এখন সেই ছোট্ট দেব্যান আর ছোট নেই। দেখতে দেখতে তার বয়স এখন ১৪ মাস। মাঝে মাঝেই গায়িকা নিজের ছোট্ট ছেলের বিভিন্ন ভিডিও এবং ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায়। সেগুলি হু হু করে ভাইরাল হয়ে যায়।
shreya ghoshal's son's birthday

এবার ভাইরাল হয়েছে দেব্যানের আরো এক ভিডিও। ভ্রমণে গিয়েছে সে। সঙ্গে অবশ্যই রয়েছেন মা এবং বাবা। সকলের বিভিন্ন পারিবারিক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই ছোট্ট মিষ্টি ছেলেটির একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গেছে উড়োজাহাজে করে গোয়ায় বেড়াতে যাচ্ছে সে। জিন্সের প্যান্ট, শার্ট পরে মায়ের কোলে রয়েছে দেব্যান। গোয়ায় এক হোটেলে স্বামী শিলাদিত্য ও ছেলে দেব্যানের সঙ্গে দেখা গেলো শ্রেয়াকে।

ভিডিওতে দেখা গেছে যে হোটেলে তাঁরা ছিলেন সেই হোটেলের তরফ থেকে দেব্যানের জন্যে সারপ্রাইজ আয়োজন করা হয়। যে ঘরে তাঁরা ছিলেন সেই ঘরটিকেও সুন্দর করে সাজানো হয়েছিল। সেই সঙ্গে গায়িকার অনুরাগীরা সাক্ষী থেকেছে দেব্যানের অনেক দুষ্টু-মিষ্টি মুহূর্তের।

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর অনুরাগীদের তরফ থেকে হাজার হাজার শুভেচ্ছা বার্তা পেয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। এমনকি সকলের অনুরোধ করেছে গায়িকা যেন মাঝে মাঝেই নিজের সন্তানের মিষ্টি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।

Pabitra

                 

You cannot copy content of this page