জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Subhashree Ganguly: মিঠাই নয়, জি বাংলা এবার মহিষাসুরমর্দিনী রূপে আসছেন শুভশ্রী! শুটিং শেষ, দুর্গা সাজে শুভশ্রীর ছবি দেখে মন খারাপ মিঠাই ভক্তদের

কিছুদিন আগেই জল্পনা উঠেছিল যে এবার মহিষাসুরমর্দিনী রূপে জি বাংলায় অভিনয় করবে মিঠাই রানী। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে তিনি পার্বতী রূপে সিলেক্টেড হয়েছেন। কিন্তু আবার জানা যায় যে পার্বতীর চরিত্রে অভিনয় করবেন শ্বেতা ভট্টাচার্য। মিঠাই এখন কোন চরিত্র করবেন সেটা জানা যাচ্ছে না।

তবে এবার জানা গেল যে জি বাংলার মহিষাসুর মর্দিনী সাজছেন শুভশ্রী গাঙ্গুলী। শহর থেকে অনেকটা দূরে এক ষ্টুডিওতে হয়ে গেছে মহিষাসুরমর্দিনী শুটিং। বাংলার একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম উপস্থিত ছিল সেই শুটিং সেটে। সেখানে শুভশ্রী গাঙ্গুলী জানালেন অনেক কথা। তার সাজ এবারে একদম অন্যরকম কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তিনি নস্টালজিক হয়ে অনেক কথা বলেছেন।

Subhashree Ganguly as Devi Durga: মহালয়াতে শুভশ্রীই দুর্গা! মহামায়া রূপে  নতুন লুকে নায়িকা - Tollywood bengali cinema - Aaj Tak Bangla

‘ছোটবেলায় যখন বর্ধমান এ থাকতাম সব ভাইবোন মিলে মহালয়ার আগের দিন কালীপটকা কিনতাম। ভোর তিনটেয় উঠে কালীপটকা ফাটাতাম। রেডিওতে মহালয়ার অনুষ্ঠান শুনতাম তারপর টিভিতে দুর্গা অসুরের লড়াই দেখতাম সকলে মিলে। এইটুকু বলার পরেই শুভশ্রী এমন একটা কথা বললেন যার সঙ্গে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তিনি ছোটবেলায় যখন টিভিতে দুর্গাসূরে লড়াই দেখতে কখন থেকে প্রার্থনা করতেন যে বড় হয়ে তিনি যেন মা দুর্গা হতে পারেন। আর কোথাও গিয়ে তার সেই ইচ্ছার কথা মা শুনে নিয়েছিলেন বলেই তিনি আজ অনেকবার মা দুর্গা হতে পেরেছেন।

Mahalaya- আর দিন কয়েক পরেই মহালয়া, জি-বাংলা সামনে নিয়ে এল 'নানা রূপে  মহামায়া'-র লুক | Actress subhashree ganguly s look as Durga in Zee Bangla  s Mahalaya programme is revealed

মা হবার পর জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলেছে শুভশ্রী গাঙ্গুলীর। এখন সবকিছুই গভীরভাবে ভাবেন তিনি। আগে সাহসী ছিলেন তবে মা হওয়ার পর আত্মবিশ্বাসী অনেক বেশি হয়েছেন। সেই আত্মবিশ্বাস মা দুর্গার আত্মবিশ্বাসের সঙ্গে মিলে যায়। এখন দেখা যাক, মহালয়ার ভোরে কেমন লাগে নতুন মা হওয়া শুভশ্রী’কে।

Pabitra