জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ খবর! টলিউডের গণ্ডি পেরিয়ে এব এবার বলিউডে অম্বরীশ ভট্টাচার্য

ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও আজ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। সিরিয়াল থেকে সিনেমা, প্রতিটি মাধ্যমেই তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর কমিক টাইমিং থেকে শুরু করে সিরিয়াস চরিত্র, সবেতেই তিনি দর্শকদের মন জয় করেছেন। যদিও এবার শোনা যাচ্ছে, বাংলা বিনোদন জগতের গণ্ডি ছাড়িয়ে হিন্দি ধারাবাহিকেও অভিনয় করতে চলেছেন তিনি। টলিপাড়ার গুঞ্জন, মুম্বইতে একটি নতুন ধারাবাহিকের প্রস্তাব পেয়েছেন অম্বরীশ। তবে অভিনেতা এখনও এই বিষয়ে কিছু জানাননি।

বলিউডে অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য!

সূত্রের খবর, একটি সর্বভারতীয় চ্যানেলের জন্য তৈরি হওয়া নতুন ধারাবাহিকের পাইলট শুটিং শুরু হয়েছে মুম্বইতে। ধারাবাহিকটির নির্মাতারা একটি বাঙালি চরিত্রের জন্য খুঁজছিলেন একজন দক্ষ অভিনেতাকে। তাঁদের পছন্দের তালিকায় ছিলেন অম্বরীশ ভট্টাচার্য। জানা যাচ্ছে, এর আগে একটি হিন্দি বিজ্ঞাপনের শুটিংয়ে কাজ করেছেন তিনি। সেখান থেকেই নির্মাতাদের নজরে পড়েন অম্বরীশ। প্রস্তাব পাওয়ার পর ধারাবাহিকটির পাইলট শুটিংয়ে অংশও নিয়েছেন অভিনেতা।

ধারাবাহিকটির বিষয়ে যদিও এখনও সব কিছু চূড়ান্ত হয়নি। এর নামকরণ থেকে শুরু করে অন্য কাস্টিং—সবই রয়েছে প্রাথমিক পর্যায়ে। তবে এই মাসেই আরও একটি পর্বের শুটিং হওয়ার কথা। টলিউডের পাশাপাশি মুম্বাইয়ের ছোটপর্দায় পা রাখা এখন বেশ কিছু বাঙালি অভিনেতার জন্য স্বাভাবিক হয়ে উঠেছে। দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়, ঋষি কৌশিক ইতিমধ্যেই হিন্দি ধারাবাহিকে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন অম্বরীশ।

টলিউডে অম্বরীশ ভট্টাচার্যের অভিনয়ের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। ‘যমালয়ে জীবন্ত ভানু’ ছবিতে তাঁর অভিনয় ছিল মুগ্ধতার অন্যতম উদাহরণ। এছাড়াও ‘শাস্ত্রী’ ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। পাশাপাশি, টেলিভিশনে তাঁর উপস্থিতি এখন ‘রোশনাই’ সিরিয়ালের মাধ্যমে। বিভিন্ন মাধ্যমে তাঁর দক্ষতার কারণে বাংলা বিনোদন দুনিয়ার এক অমূল্য রত্ন হয়ে উঠেছেন অম্বরীশ।

অভিনয়ে একাধিক পুরস্কার জিতেছেন অম্বরীশ। এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়ে তিনি সম্মানিত হয়েছেন। কমেডি থেকে শুরু করে নেগেটিভ চরিত্র—সবেতেই তাঁর সাবলীল দক্ষতা তাঁকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। টলিউড থেকে বলিউড, তাঁর অভিনয়ের যাত্রা আরও বিস্তৃত হওয়ার অপেক্ষায়। দর্শকরাও আশায় দিন গুনছেন, কবে তাঁকে হিন্দি ধারাবাহিকে দেখবেন।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page