জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আসছে ‘অন্নপূর্ণা’! বহু বছর পর মুখ্য ভূমিকায় ফিরছেন সুবর্ণলতা ওরফে অনন্যা চ্যাটার্জি!

‘সুবর্ণলতা’, এক সময়ের জি বাংলার সেই প্রাণবন্ত নারীবাদীর অন্যতম উল্লেখযোগ্য সিরিয়াল ছিল এটি। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অনন্যা চ্যাটার্জীকে (Ananya Chatterjee)। টলিউড জগতের দুই পর্দাতেই এই অভিনেত্রীর যথেষ্ট পরিচিতি রয়েছে।

বাংলা টেলিভিশন জগতের সেই সময় এই ধারাবাহিকের মাধ্যমে অনন্যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের কাছে। এমনকি, আজও বহু দর্শকেরা অভিনেত্রীকে সুবর্ণলতা নামে চেনেন। প্রসঙ্গত অভিনেত্রীকে শেষ দেখা গেছে সৃজিত মুখার্জির ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সিনেমাতে।

image 75

তবে, বর্তমানে শোনা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর পর প্রধান চরিত্রে অভিনেত্রী ফিরছেন ফের বড় পর্দায়। সিনেমার নাম ‘অন্নপূর্ণা’। পরিচালক অংশুমান প্রত্যুষের এই ছবিতে অনন্যা মুখ্য ভূমিকায় থাকলেও পার্শ্ব চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসুকে।

পরিচালকের ‘অন্নপূর্ণা’র গল্পে অভিনেত্রীকে মায়ের রূপে দেখা যাবে। মূলত এই সিনেমায় মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতেই আসছেন অনন্যা। শোনা যাচ্ছে ছবিতে দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে দেখা যাবে অনন্যাকে।

চলতি বছরের আগামী মাসের ১৮ তারিখে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এই ছবিতে দিতিপ্রিয়া অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায় সুস্মিতা চট্টোপাধ্যায় এবং অনুষা বিশ্বনাথন-এর ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ।

Piya Chanda