বাংলায় এখন ‘খাদান’ ঝড় কিছুটা থিতু হলেও কিশোরীর পারদের তাপমাত্রা হ্রাস হওয়ার কোনো নাম নেই। বাংলার কিশোরী এখন ইধিকা। বর্তমানে, এই ছবি বক্স অফিসে পার করেছে ১৭কোটির ঘর। দেব-যীশু ছাড়াও এই সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া গেছে ইধিকা (Idhika Paul) এবং জন।
সুজিত দত্ত পরিচালনায় এই কমার্শিয়াল ছবির মাধ্যমে বাংলার দর্শকেরা পেয়েছে অ্যাকশান ফিল্মের স্বাদ। কিন্তু এই মুহূর্তে দেব মত্ত বিনোদিনীতে। রুক্মিণীকে নিয়ে ব্যস্ত থাকলেও চলছে এখন সিঙ্গেল স্ক্রিন হল ভিজিট। বাংলার বিভিন্ন প্রান্তের সিনেমা হলে দেব তাঁর টিমকে নিয়ে গিয়ে স্বয়ং সাক্ষাৎ করছেন দর্শকদের সঙ্গে।
আর হল ভিজিটেই দেব কে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জন ও কিশোরী ওরফে ইধিকা। খাদানের এই দুই কলাকুশলির দেওয়া সাক্ষাৎকারে দেখা যাচ্ছে, দেবের জন্য ‘ও মধু’ গান গাইলেন ইধিকা। অভিনেতা জন ভট্টাচার্যের কথায়, দেব ইন্ডাস্ট্রির নতুন অভিনেতা অভিনেত্রীদের ওপর বিশ্বাস রাখেন।
অভিনেত্রী ইধিকার মতে, প্রমোশনের সময় যেরকম মানুষের উচ্ছ্বাস তিনি দেখেছিলেন, হল ভিজিট তিনি একই উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন বলে তাঁর আনন্দ হচ্ছে। তিনি আরও বলেছে, সিনেমা মুক্তি পাওয়ার আগে তাদের সকলের মধ্যেই চিন্তা চলছিল যে, দর্শকদের সিনেমাটা কেমন লাগবে? তারও ফল পেয়েছে হাতেনাতে। অভিনেত্রী এই সিনেমা সংক্রান্ত কিছু স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে বললেন, তিনি স্ক্রিপ্টটি শোনার পর দেবকে জিজ্ঞাসা করেছিলেন যে সে কি আবার ফিরবে ড্যান্স-অ্যাকশন নিয়ে।
আরও পড়ুনঃ তিতির, আনন্দীকে একসঙ্গে সামলানো দারুণ চাপের কাজ! গোপন তথ্য ফাঁস করলেন ঋত্বিক
এই সিনেমায় অভিনয় করার মাধ্যমে অভিনেতা জন অসংখ্য ধন্যবাদ জানালেন দেবকে, তাঁকে সুযোগ করে দেওয়ার জন্য। অভিনেত্রী মতে, নবাগত অভিনেতা অভিনেত্রীদের ইন্ডাস্ট্রির অনেকেই ভরসা করতে চায় না। অভিনেত্রীর বক্তব্যে একমত হলেন জন ভট্টাচার্য।