জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোট পর্দায় আসছে নতুন জুটি! সিনেমা ছেড়ে ছোট পর্দায় কামব্যাক করছে ‘অপরাজিত’র জিতু, দেখা মিলবে কোন ধারাবাহিকে?

জিতু কামাল (Jeetu Kamal) টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতের পথ চলা শুরু। একের পর এক টিভি সিরিয়াল করার পর বর্তমানে চুটিয়ে কাজ করছেন বড় পর্দায়। ২০১০ সালে ইটিভি বাংলার নিয়তি সিরিয়ালের মাধ্যমে পা রাখেন অভিনয় জগতে। এরপর ‘ভোলা মহেশ্বর’, ‘রাগে অনুরাগে’, ‘মিলন তিথি’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘অর্ধাঙ্গিনী’ এই ধরনের আরো অনেক সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে।

অভিনয় জগতে কিংবা বিনোদন জগতে থাকাকালীন কমবেশি প্রায় সকলের জীবনেই সমালোচনা শব্দটি জড়িয়ে থাকে। অভিনেতা যখন সাফল্যের চূড়ান্ত পর্যায়ে তখন ২০১৯ সালে অভিনেত্রী নবনীতা দাসকে বিয়ে করেন। কিন্তু পরবর্তীকালে সম্পর্কে নানান ঝামেলা সৃষ্টি হওয়ার কারণে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এছাড়াও জিতুকে নিয়ে অনেক সমালোচনা শুনতে পাওয়া যায় টলি পাড়ায়।

Jeetu Nabanita

বর্তমানে দেখা যাচ্ছে, ছোটো পর্দা ছেড়ে বড়পর্দায় সুযোগ পাওয়ার পর থেকে চুটিয়ে বড় পর্দায় কাজ করে যাচ্ছেন। ছবিতে কাজ করার জন্য টেলিভিশনের দর্শকের এর মধ্যে একটু হলেও বিষাদের সুর শুনতে পাওয়া গিয়েছিল। কিন্তু এই মুহূর্তের অন্যতম বড় খবর ভালোবাসার টানে জিতু কামাল আবারও ফিরতে চলেছেন ছোট পর্দায়।

যে ধারাবাহিকের মাধ্যমে অভিনেতাকে টিভির পর্দায় দেখতে পাওয়া যাবে, সেই সিরিয়ালের প্রমো বর্তমান সময় মুক্তি পেয়েছে টিভির পর্দায়, সিরিয়ালের নাম ‘তোমাকে ভালোবেসে’। সিরিয়ালের প্রমোতে দেখতে পাওয়া যাচ্ছে দিতিপ্রিয়া অর্থাৎ মুখ্য অভিনেত্রী সাইকেল নিয়ে একটা হেলিকপ্টারের পিছন পিছন ছুটে যাচ্ছে এবং ভাবছে এরকম করে একদিন তাঁর মনের মানুষও হেলিকপ্টার উড়িয়ে নামবে বাস্তবের মাটিতে।

দিতিপ্রিয়াকে এই ধারাবাহিকের নায়িকা হিসেবে দেখা গেলেও নায়ক হিসেবে কাকে দেখা যাবে তা কারোর জানা ছিল না। যদিও মাঝে দেখা গিয়েছিল ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালখ্যাত সংকর অর্থাৎ রাহুল মজুমদারকে এই মেগাতে দেখা গিয়েছে। জিতু কামালকে শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় ‘পদাতিক’ সিনেমায়। কিন্তু বাংলা টেলিভিশন দর্শকেরা আগে এই জুটি কখনও দেখেনি বলে দাবি সিরিয়াল নির্মাতাদের। তাই এখন প্রশ্ন একটাই এই জুটির রসায়নকে বাংলার দর্শকেরা ঠিক কতটা ভালোবাসা দিতে পারবে?

TollyTales Entertainment Desk

                 

You cannot copy content of this page