জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউডের নায়িকার প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেম জমে ক্ষীর সৌরসেনীর! কম্বলের নিচে যুগলের ফটো পোস্ট ইনস্টাগ্রামে, কিন্তু সঙ্গী কে?

সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra) টলিউড ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে অতি পরিচিত মুখ। মূলত এই অভিনেত্রীকে বরাবর দেখা গিয়েছে ভিন্নধারার সিনেমা করতে। অভিনেত্রী তার অভিনয় যাত্রা শুরু করে ‘চট্টগ্রাম’ সিনেমার মধ্য দিয়ে। এরপর থেকে একে একে অভিনয়ের অফার পেতে শুরু করে অভিনয় জগতে। অভিনেত্রীর অভিনীত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য সিনেমা ব্যোমকেশ গোত্র, মাছের ঝোল, একান্নবর্তী,বাবলি আরও অনেক।

এই অভিনেত্রীকে নিয়ে সেই অর্থে সমালোচকদের মধ্যেকোনো চর্চা হতে দেখতে পাওয়া যায় না। কিন্তু, গুঞ্জন শোনা যায় অবশ্যই। সৌরসেনীকে নিয়ে জোড় গুঞ্জন চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। বড়দিনের এই প্রাক্কালে রাত পোহালেই ক্রিসমাস। চারিদিকে চলছে পার্টির মরসুম। বড়দিনের মেজাজে তারকারা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নিতে ছুটির আমেজে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যাচ্ছে পার্টি করছে সকলে।

তারকাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে দেখতে পাওয়া যাচ্ছে, ‘পার্টি মুড ইজ অন’। এই মুহূর্তে শীতের শহরে উষ্ণতা ছড়াচ্ছেন চলি অভিনেত্রী সৌরসেনী মিত্র। শীতের আমেজে প্রেমে মজে নিখিল-সৌরসেনী। কিন্তু এই জুটি কখনোই তাদের সম্পর্ক স্বীকার করেননি। নিখিল জৈন কলকাতা শহরের একজন নামিদামি ব্যবসায়ী। অভিনেত্রী নুসরতের সঙ্গে ডিভোর্সের পর প্রায়শই ক্যামেরায় ধরা পড়েছে নিখিল সৌরশেনীকে।

বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেত্রীর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে আপলোড করা একটি ফটোতে আলো-আঁধারি ঘরে শীতের আমেজে কম্বলের নিচে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এই যুগলকে। সৌরসেনী নিজেও মুখে কিছু স্বীকার না করলেও তার ব্যবহারে স্পষ্ট যে তিনি কোন সম্পর্কে রয়েছেন। কখনো আবার বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য একসঙ্গে উড়ে যান সুদূর জয়পুরে। গত নভেম্বরে এই যুগলকে দেখা গেছে ইডেনে বিশ্বকাপের ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ একসঙ্গে দেখতে গিয়েছিলেন। অভিনেত্রীর অভিনীত সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।

Tolly Tales

                 

You cannot copy content of this page