জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সম্পর্ক ভেঙে যাওয়ায় আর চুমকির সঙ্গে অভিনয় করা হয়ে ওঠেনি! আজও আফসোস রয়ে গেছে জয় ব্যানার্জির

বিনোদন জগতের কমবেশি প্রায় প্রত্যেক শিল্পীদের নিয়েই চর্চা চলতে থাকে সমালোচকদের মধ্যে। বিশেষত, রুপালি পর্দার অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কতই না আলোচনা হয় দর্শকদের মাঝে। এমনই টলিউডের একসময়ের অত্যন্ত চর্চিত জুটি ছিল জয় ব্যানার্জি (Joy Banerjee) এবং চুমকি চৌধুরী (Chumki Chowdhury)

৯০-এর দশকের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম হিট জুটি ছিল জয় চুমকি। এই জুটির কথা বলতেই দর্শকদের মনে প্রথম আসে অঞ্জন চৌধুরীর পরিচালিত ‘অভাগিনী’ এবং ‘হীরক জয়ন্তী’। এই দুটি সিনেমার মাধ্যমে বাংলার দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সারা ফেলে ছিল জয় এবং চুমকি।

image 50

প্রসঙ্গত, সিনেমায় অভিনয় করার পর থেকেই দুই নায়ক-নায়িকার প্রেম শুরু হয়েছিল। এমনকি বিয়ের কথা ঠিক হলেও পরবর্তীকালে এই জুটির সম্পর্ক ভেঙে যায়। তবে এক সাক্ষাৎকারের মাধ্যমে জানা যায় অভিনেতা জয় ব্যানার্জি বলেছিলেন পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতেই হয়তো সেই সময় ভালো হত। তাহলে, ব্যক্তিগত সম্পর্কের প্রভাব কখনোই পেশাগত জীবনে পড়ত না। এছাড়াও, অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজ করার সুযোগ এবং চুমকির বিপরীতে কাজ করার সুযোগও পাওয়া যেত।

অভিনেতা জয় ব্যানার্জি এই সাক্ষাৎকারে অভিনেত্রীকে ভালোলাগার নানান কারণও জানিয়েছিলেন। অভিনেতার মতে, চুমকি ছেলের শান্ত স্বভাবের, ঘরোয়া নম্র ভদ্র এবং ভীষণ আন্তরিক। এক কথায় অভিনেত্রীকে সাংসারিক বলা চলে। বাড়ির দায়িত্ব থেকে শুরু করে বাবা অঞ্জন চৌধুরীর রোজকার জীবনের খেয়াল রাখা, ওষুধপত্র সবকিছুই যত্ন সহকারে সামলাতেন চুমকি।

অভিনেত্রী প্রশংসায় পঞ্চমুখ হয়ে জয় জানিয়েছেন, চুমকি কেবল ঘরের কাজেই পটু নয় বরং অভিনয়তেও বরাবরই ছিলেন দক্ষ। অভিনয় তাঁর রক্তে আছে। যেমনি তাঁর রূপ তেমনি তাঁর গুন। চুমকির মধ্যে থাকা এই সাধারণ গুণগুলোই তাঁর দিকে আকৃষ্ট করেছিল অভিনেতা জয়কে।

তবে ব্যক্তিগত জীবনে চুমকি অভিনেতার লোকেশ ঘোষকে বিয়ে করলেও কিছুদিনের মাথায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্ত, পরবর্তীকালে যাত্রা জগতের প্রথম সারির পরিচালককে বিয়ে করেছিলেন। বর্তমানে, এই স্বামী বিয়োগ হওয়ায় অভিনয়কে সঙ্গী করে একাকী হয়ে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী চুমকি চৌধুরী।

Piya Chanda

                 

You cannot copy content of this page