জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রতিশ্রুতি দিয়েও তাঁকে ছুঁড়ে ফেলা হয়েছিল! টেলিভিশনের রাজনীতির শিকার হন জগদ্ধাত্রী খ্যাত ‘সঞ্চারী!’ বর্তমানে কোন পেশা‌ বেছে নিয়েছেন তিনি ?

বাংলা টেলিভিশনের প্রতিভাবান ও সুন্দরী এক অভিনেত্রী যিনি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়ে অচিরেই হারিয়ে গেছেন। হ্যাঁ! কথা হচ্ছে অভিনেত্রী ‘সঞ্চারী দাস’ (Sanchaari Das) এর, তার কেরিয়ারের উত্থান যেমন ছিল চোখে পড়ার মত, তেমনই ছিল তাঁর হঠাৎ অভিনয়জগত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত। ‘সর্বমঙ্গলা’ (Sarbamangala) ধারাবাহিকে লিড চরিত্রে সাফল্যের পর অভিনেত্রী ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।

কিন্তু হঠাৎই অভিনয় জগত থেকে চিরতরে হারিয়ে যায় এই মুখ। দর্শকেরা আজও অপেক্ষায় এই অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার জন্য। জানেন কি অভিনেত্রীর সাথে ঠিক কি ঘটেছিল? এই ঘটনা নেপথ্যেই বা কোন কারণ? ভবিষ্যতে কি তিনি কোনো ধারাবাহিকে ফিরছেন? শোনা যায় টলিউডের একটি শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাকে একটি প্রধান চ্যানেলে মুখ্য চরিত্রের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সঞ্চারী সেই আশায় প্রায় নয় মাস ধরে অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রযোজকের এক ঘনিষ্ঠ ব্যক্তি তাঁকে প্রস্তাবিত চরিত্র থেকে বাদ দিয়ে দেন। এই ঘটনা তাঁকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত করে। এই হতাশাজনক অভিজ্ঞতার পর সঞ্চারী দাস নতুন আশ্রয় খুঁজে পান ‘ব্লুজ প্রোডাকশনে’র কর্ণধার ‘স্নেহাশিস চক্রবর্তী’র কাছে। সেখান থেকেই ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে মেহেন্দি চরিত্রে তাঁর নতুন শুরু।

চরিত্রটি ছিল নেতিবাচক, তবুও অভিনেত্রী নিজেকে যথাযথভাবে তুলে ধরেছিলেন এই ভূমিকায়। দর্শকদের একাংশ তাঁর অভিনয়কে প্রশংসা করলেও, বহু দর্শকের কটাক্ষ তাঁকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। অবশেষে তিন মাস পেরোতেই সঞ্চারী অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন। একসময়কার প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী তখন নিজেই ঘোষণা করেন, তিনি আর অভিনয়ে ফিরছেন না।

পেছনে না তাকিয়ে তিনি নিজের জীবনের নতুন পথ বেছে নেন— শিক্ষকতা। শৈশব থেকে শিক্ষার পরিবেশে বেড়ে ওঠা সঞ্চারী শিক্ষকতা পেশাকে আপন করে নেন। বাড়িতে ছোটদের পড়ানো শুরু করেন এবং পাশাপাশি নিজেও ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রস্তুতি নিতে থাকেন। এই পেশা বদলের সিদ্ধান্ত অনেকেরই অদ্ভুত লাগলেও, সঞ্চারী জানতেন তাঁর মনের শান্তি কোথায়।

অভিনয় জগতের জটিল রাজনীতির বদলে তিনি বেছে নিয়েছিলেন শিক্ষামূলক জীবন। এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তেই তিনি অনড় রয়েছেন। টলিউডের রঙিন জগত ছেড়ে এসে তিনি এখন শিক্ষার আলো ছড়াচ্ছেন নিঃশব্দে। তবে দর্শকেরা আজও অধীর আগ্রহে বসে আছে অভিনেত্রীর ফিরে আসার জন্য। তুমি কোনদিনও পর্দায় ফিরবেন, উত্তর বোধায় সময়ের হাতে। আপনারা কি আবারো সঞ্চারীকে দেখতে চান? জানাতে ভুলবেন না!

Piya Chanda