অভিনেত্রী আরাত্রিকা মাইতি বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ। অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি নজর কেড়েছেন। পর্দায় সাবলীল অভিনয়, ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাসী মনোভাব—দুটো মিলিয়েই ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করছেন এই তরুণী অভিনেত্রী।
বর্তমানে আরাত্রিকাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার-ভাটা’-তে। এই মেগায় তাঁর চরিত্রের নাম ‘উজি’। ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। তবে আরাত্রিকা একাই এই মেগার নায়িকা নন। ‘উজি’-র দিদি নিশার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। পাশাপাশি টেলিভিশনের গণ্ডি ছাড়িয়ে বড়পর্দাতেও পা রাখতে চলেছেন তিনি। বড়দিনে মুক্তি পেতে চলা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’-তে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তাঁকে দেখা যাবে।
এক সময় আরাত্রিকার নাম জড়িয়েছিল অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে। সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে ছবি পোস্ট হওয়ায় প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও সেই সম্পর্কে কখনও প্রকাশ্যে সিলমোহর দেননি কেউই। পরে ধীরে ধীরে সেই ছবি আর দেখা যায়নি। এমনকি একে অপরকে আনফলো করার খবরও ছড়ায়। তাতেই সম্পর্ক ভাঙার প্রশ্ন ওঠে।
এই প্রসঙ্গে আরাত্রিকা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনও দিনই প্রেমের সম্পর্ক ছিল না। তাঁর কথায়, “কারও সঙ্গেই কোনও দিন কিছুই ছিল না। এখনও তা-ই।” তিনি আরও বলেন, অভিনয় আর কেরিয়ার ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার সময় তাঁর হাতে নেই।
আরও পড়ুনঃ কাজ নেই হাতে? দেখা যায়না অভিনয়ে, তাই কী ভবিষ্যৎ সুরক্ষায় নতুন ব্যবসা শুরু করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য?
আরাত্রিকার স্পষ্ট বক্তব্য, পায়ের নীচের মাটি শক্ত করাটাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। তার আগে প্রেম, সম্পর্ক, বিয়ে বা বিচ্ছেদের মতো বিষয় নিয়ে সময় নষ্ট করতে তিনি রাজি নন। আপাতত কাজেই মন দিতে চান অভিনেত্রী, আর সেখান থেকেই নিজের ভবিষ্যৎ গড়তে চান ধীরে ধীরে।
