টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এতদিন ধরে তাকে
দর্শক চিনেছেন প্রতিবাদী মুখ হিসেবে। কিন্তু মাস কয়েক আগে শহর কলকাতার বুকে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্বাণের ভূমিকা ঘিরে উঠেছে হাজার প্রশ্ন। এরই মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেছেন, আর জি কর আন্দোলন আসলে ‘ফেইল্ড এক্সারসাইজ’!
শাক দিয়ে মাছ ঢাকা! সাফাই গাওয়া! ট্রোলের মুখোমুখি অনির্বাণ
দর্শকদের ভালোবাসাই আজ তাঁর আকাশ ছোঁয়া খ্যাতি। অভিনেতা হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। তবে তিনি কেবল অভিনেতা নন, তিনি একজন দারুন পরিচালক। কিন্তু মানুষ হিসেবে অনির্বাণ কেমন? খ্যাতনামা অভিনেতাকে এতদিন সবাই চিনতেন প্রতিবাদী হিসেবেই। কিন্তু সম্প্রতি যেন তাঁর অন্য রূপ দেখে অবাক হয়েছেন সকলেই।
আর জি কর কান্ডের কারণে যখন উত্তপ্ত বঙ্গে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি চলছে ধাপে ধাপে, যখন পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে টলিউডের শিল্পীরা সেখানে একদিনের জন্যেও, একবারের জন্যেও দেখা মেলেনি অনির্বাণের। এমনকি তাঁকে কিছু বলতেও শোনা যায়নি। এই প্রতিবাদ আন্দোলনে শামিল ছিলেন না তিনি। মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন।
যদিও অনির্বাণের স্ত্রীকে আন্দোলনে অংশ নিতে দেখা গিয়েছে। তবে ঘটনার মাস কিছু পর সম্প্রতি এক সাক্ষাৎকারে এসেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। সাক্ষাৎকারে তিনি বললেন, এই আন্দোলন নাকি ফাউ ফুচকার মতো! শুধু তাই নয়, তিনি বিক্ষোভ ও আন্দোলনকে ফেইল্ড এক্সারসাইজ বলে আখ্যা দেন। অনির্বাণের এই কথা শোনার পর চারিদিকে কটাক্ষের বাতাবরণ।
আরও পড়ুন: বিরাট সুখবর! জি বাংলায় আসছে নতুন সিরিয়াল, নায়ক-নায়িকার চরিত্রে দারুন সারপ্রাইজ দিতে চলেছে জি বাংলা
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ অনির্বাণ ভট্টাচার্যের এই কথার বিরুদ্ধে মুখ খুলেছেন। আর তিনি বলেছেন, অনির্বাণের কথাগুলো আসলে সাফাই গাওয়ার মত বা শাক দিয়ে মাছ ঢাকার মত। নিশ্চয়ই আপনার সামনে কোন সিনেমা অথবা সিরিজ আসছে। তাই আপনি সাফাই গাইতে এসেছেন। আসলে দর্শক সবই বোঝে সবই জানে। তাই আপনার এই কথাগুলো প্রভাব খাটাবে না।