জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দাদু, বাবার পর একই পেশায় এবার মেয়ে!অভিনয়ে পা রাখছেন শাশ্বত চট্টোপাধ্যায় কন্যা হিয়া

বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম শক্তিশালী অভিনেতা ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায় (Subhendu Chatterjee) । তিনি এমন এক অভিনেতা যিনি উত্তমকুমার, সৌমিত্র, বিশ্বজিতের যুগে নিজের দক্ষতায় উজ্জ্বল হয়ে উঠেছিলেন। শুভেন্দু চট্টোপাধ্যায় প্রথম সিনেমার বৃত্তে রাখেন ১৯৬৫ সালে, মৃণাল সেনের হাত ধরে। অভিনয় করেন ‘আকাশকুসুম’-এ । এই ছবিতেই সহ-নায়ক হিসেবে তিনি পান সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এরপর মহানায়কের সঙ্গেও স্ক্রীন ভাগ করে নিয়েছিলেন তিনি। আর পিছন ফিরে তাকাতে হয়নি

বলা ভালো এরপর সাফল্য রীতিমতো তাঁর ঘরে এসে ধরা দেয়। ‘অরণ্যের দিনরাত্রি’, ‘চৌরঙ্গি’, ‘আরোগ্য নিকেতন’, ‘গণশত্রু’, ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট’,’নায়িকার ভূমিকায়’, ‘অনিন্দিতা’, ‘এখনই’, ‘ছদ্মবেশী’, ‘অমৃতকুম্ভের সন্ধানে’, ‘প্রথম কদম ফুল’ এবং ‘কুহেলী’ একাধিক সফল সিনেমায় অভিনয় করে বাঙালির মনে চিরস্থায়ী আসন করে দেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়।

তার পদাঙ্ক অনুসরণ করেই এই সিনেমার বৃত্তে পা রেখে ছিলেন তার পুত্র শাশ্বত চট্টোপাধ্যায়। বাবার মতই সুদক্ষ তিনি অভিনয়ে। চরিত্রের মধ্যে নিজেকে যাপন করেন তিনি। বলা ভালো বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। গাম্ভীর্যপূর্ণ চরিত্র হোক বা কমেডি সবেতেই সমান সাবলীল তিনি। ২০১২ সালে সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে তিনি আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ২০১৩ সালে ‘মেঘে ঢাকা তারা’ সিনেমাটি শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ।

শুধু কি আর বাংলায়? হিন্দি ছবির দুনিয়াতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বরাবরই নিজের চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন তিনি। শাশ্বত চট্টোপাধ্যায় সিরিয়াল বা সিনেমায় থাকা মানেই সেই কাজ নিঃসন্দেহে উচ্চমানের এমনটাই বিশ্বাস করেন দর্শকরা। জানা যাচ্ছে, আর এবার দাদু আর বাবার পদাঙ্ক অনুসরণ করছেন শাশ্বত কন্যা হিয়া চট্টোপাধ্যায়।

মডেলিং দিয়ে হাতেখড়ি হয় হিয়ার, এরপর বিভিন্ন শাড়ি, গয়না, পোশাকের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। সম্প্রতি তার একটি শ্যুটের ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। আর এবার শোনা যাচ্ছে টলিউডে পা রাখতে চলেছেন শাশ্বত কন্যা। তবে কি বাবার সঙ্গেই অভিনয় করবেন হিয়া? কোন ছবি দিয়ে অভিষেক হতে চলেছে শাশ্বত কন্যার তা এখন‌ও জানা যায়নি। যদিও এই খবরে বেশ উৎসুক শাশ্বত ভক্তরা।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page