কোয়েল মল্লিক। নামেই পরিচয় যার। হ্যাঁ, বাবা জনপ্রিয় অভিনেতা, স্বামী জনপ্রিয় প্রযোজক তবুও তিনি এক সাদামাটা অভিনেত্রী হয়ে থেকে গেছেন। সাদামাটা বলতে ব্যবহারের দিক দিয়ে। তবে একের পর এক হিট সিনেমা যেভাবে উপহার দিয়েছেন বাঙালি দর্শকদের তাতে আজও ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী হিসেবে পরিগণিত হন কোয়েল।
View this post on Instagram
নায়িকা যিনি শুধু মাত্র নিজের অভিনয় দিয়ে হাজার হাজার মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। আলোচনায় থাকার জন্য দরকার হয়নি কোনো নোংরা গসিপ কিম্বা পরকীয়া বা একাধিক প্রেম করার। কোনওদিন জড়াননি কোনও বিতর্কে। পরিবারের সম্মান, নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেটা সত্যিই শিখিয়ে দিয়েছেন নিশ্চুপ থেকে নিজের ব্যবহারে।
এমন অভিনেত্রী এবং সাধারণ মাপের মানুষ যে একজনের মধ্যেই পাওয়া যায় সেটা আজকালকার দিনের ভাবাটা বেশ বিরল। কিন্তু আধুনিক যুগের মেয়ে হয়েও কোয়েল মল্লিক সেটা খুব সাবলীল ভাবে করে দেখিয়েছেন বারবার। এবার আরো একটা ভিডিও সামনে এলো নায়িকার যা দেখে আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি নায়িকা কে ভবানীপুরের মল্লিক বাড়িতে নিজের পরিবারের সঙ্গে পারিবারিক পুজোয় একেবারে মিলেমিশে যেতে দেখা দিয়েছে। এক ফ্রেমে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক, বাবা রঞ্জিত মল্লিক, স্বামী এবং সন্তান। সকলেই পুজোর আমেজে গা ভাসিয়েছেন একেবারে সাধারণ মানুষের মতো আনন্দে। আর তারপর এলো ভাসান।
মায়ের বিদায়ের দিনে সকলের সঙ্গে মেলামেশে যেমন সিঁদুর খেলেছেন নায়িকা তেমনি ঘাটে যাওয়ার সময় বাবা এবং স্বামীর হাত শক্ত করে ধরে পায়ে হেঁটেছেন মিছিল করে। আনন্দের সঙ্গে মাকে বিদায় জানিয়েছেন তিনি এবং প্রার্থনা করেছেন গোটা পরিবার যেন থাকে দুধে ভাতে।
নায়িকার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। পিছন থেকে দেখা গিয়েছে, একেবারে সাদা শাড়ি লাল পাড় পরে একদিকে স্বামী এবং অন্যদিকে বাবার হাত ধরে হাঁটছেন কোয়েল মল্লিক। এমনটা আজকালকার দিনে খুব বিরল। আর তাই দর্শকদের নজরে পড়তে বেশি সময় লাগেনি। যারা এই ভিডিওটি দেখেছে তারা প্রত্যেকে একটাই কথা লিখেছে যে ভীষণই সুন্দর মনের মানুষ কোয়েল না হলে এভাবে সেলিব্রেটি হয়েও রাস্তায় বাবার স্বামীর হাত ধরে মানুষের সঙ্গে মিলে যেতে পারতেন না। পাশাপাশি সবাই প্রশংসা করেছেন বাবা রঞ্জিত মল্লিকের ও কোয়েলের মায়ের দেওয়া শিক্ষার।
View this post on Instagram
পাশাপাশি অভিনেত্রীর ছোট্ট ছেলেটি কেউ দেখা গেল দাদুর সঙ্গে বেশ জমিয়ে নাচ করতে ভাসানে। তার আগে সিঁদুর খেলায় বাবা দাদু মায়ের সঙ্গে অংশ নিয়েছে কবির।