আয় তবে সহচরী ধারাবাহিকের গল্প নিয়ে বহু দর্শক প্রশ্ন তুলেছে। পরকীয়া দেখানো নিয়ে ক্ষুব্ধ তারা। গল্প প্রথমে যেভাবে শুরু হয়েছিল তাতে বেশ ভালো লেগেছিল। তারপর হঠাৎ করেই গল্পে পরকীয়ার প্রবেশ হওয়ায় ক্ষুব্ধ দর্শকরা। বারবার এই নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এমনকি যে ধারাবাহিকে কনীনিকা ব্যানার্জির মত শিল্পী অভিনয় করেন সেখানে এই ধরনের বিষয় কী করে উঠে আসে সেটাই প্রশ্ন তাদের। এমনকি নায়িকা উল্টে বলেছেন এই ধরনের বিষয় দেখতে ভালবাসে তাই এধরনের বিষয় দেখানো হয়।
এই ধারাবাহিকের লেখিকা ও প্রযোজক শাহানা দত্ত এ বিষয়ে মুখ খোলেননি। তবে এই যুক্তি অনেকেই মেনে নিয়েছে।
টিআরপির দিকে চোখ রাখলেই বোঝা যায় যে সত্যিই এই বিষয়টি গুলোকে বিশেষভাবে গ্রহণ করছে। গল্পে আয় তবে সহচরী হুক্কু চরিত্র সহযোগীর স্বামী সমরেশ দেবিনার প্রেমে পড়তেই গল্পের মোড় ঘুরে যায় অন্যদিকে। শুধু কি নির্মাতাদের দোষ দিলে চলে? এ প্রশ্ন উঠছে।
সেইসঙ্গে আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে সত্যিই কি এমনটা হয় টলিউডে? ধারাবাহিকে লেখিকা লীনি গাঙ্গুলী এক সংবাদমাধ্যমে নিজের মত রাখেন। তিনি বলেন তাঁর লেখা ধারাবাহিকের ক্ষেত্রে কখনো এরকম হয়নি।
অনেক সময় অভিনেত্রী ভালো অভিনয় করতে পারিনি সেটা হয়েছে তবে তার জন্য অন্যান্য অভিনেত্রীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে দর্শকের চাহিদা বোঝা খুব মুশকিল এমনটাই বলছেন তিনি। তিনি কখনো চ্যানেলের কথা শুনে কাজ করেননি দর্শকের কথা ভেবে কাহিনী পাল্টাতে হয়নি।