জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Aindrila-Sabyasachi Love: ঐন্দ্রিলার জন্য সব্যসাচী যতটা পাগল, একই রকম পাগলী ছিলেন ঐন্দ্রিলা! প্রেমিকের অসুস্থতায় শুটিং ফেলে ছুটে গিয়েছিলেন! “এমন প্রেম বিরল” বলছে দর্শক

সোশ্যাল মিডিয়া খুললেই এখন যাদের প্রেম কাহিনী নিয়েই সর্বদা চর্চা হয় তা হল প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এবং তার প্রেমিক সব্যসাচীর। তাদের মধ্যে যে বন্ধন ছিল সে বন্ধন যে বর্তমান সময়ে বড়ই দুষ্কর তা বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে মানুষ। যতবার তাদের কথা, নেট দুনিয়ায় উঠে এসেছে ততবারই চোখে জল চলে এসেছে প্রত্যেকের।

975a96abfec4236be58c2c85afcbe757 original

প্রসঙ্গত গত মাসের ২০ তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দুবার ক্যান্সারকে জয় করে নিজের স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসেছিলেন অভিনেত্রী কিন্তু তৃতীয় বার তিনি আর পারেননি। তিনি অসুস্থ থাকা অবস্থায় যেভাবে তার পাশে সারাক্ষণ ছিলেন তার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী তা প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছিল।

These photos of Aindrila Sharma and Sabyasachi Chowdhury will melt your  heart | Times of India

কিন্তু এবার অভিনেত্রীর মায়ের স্মৃতিচারণ থেকে জানা গেল ঐন্দ্রিলা নিজেও একই ভাবে পাশে থাকতেন সব্যসাচীর। কিছুদিন আগে জানা গিয়েছে শুটিং চলাকালীন একবার অভিনেত্রী জানতে পারেন যে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সব্যসাচী। আর সেই খবর পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে শুটিং ফেলে ছুটে চলে এসেছিলেন প্রেমিকের কাছে। তারপরে নিজে স্কুটি চালিয়ে তাকে পিছনে বসিয়ে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

Rajatava Dutta, Sabyasachi Chowdhury, Aindrila Sharma starrer new web  series to narrate a hard-hitting story - Times of India

অভিনেত্রীর এই কাহিনী যতবার সামনে উঠে আসবে ততবারই প্রত্যেকের চোখে জল চলে আসবে একথা বলাই বাহুল্য। নেটিজেনরা বারবার বলেছেন ঐন্দ্রিলা এবং সব্যসাচীর মধ্যে যে ভালোবাসা ছিল তা বিরল। ঐন্দ্রিলার মৃত্যুর সাথে সাথে সব্যসাচীর কলমও থমকে গেছে এমনটাই জানা গিয়েছে। কারণ তার জন্যই লেখালেখি করতেন সব্যসাচী। আর এই সিদ্ধান্ত যবে থেকে নেট দুনিয়ার সামনে এসেছে তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল।

Aindrila Sharma Passes Away: Tollywood Actress Aindrila Sharma last Rite  Family friends saying good bye in Tears|ওপারে ভালো থাকিস... চোখের জল,  লিপস্টিক আর চন্দনে ছোটবোনকে শেষবারের মতো ...

Nira