জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে সব শেষ, বিফলে গেল দীর্ঘ লড়াই, মাতৃহারা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত!

চলতি মাসের শুরু থেকেই প্রায় গুরুতর অসুস্থ ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) মা নন্দিতা সেনগুপ্ত। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। অভিনেত্রীর জন্মদিনের পরের দিনই ভেন্টিলেশনে দিতে হয় তার মাকে।‌ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নন্দিতা সেনগুপ্ত (Nandita Sengupta)।

এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তার মা কিডনির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরেই। কিন্তু সম্প্রতি সেই সমস্যা বাড়ে। নিয়মিত ডায়ালিসিস চলছিল। কিন্তু হঠাৎই কিডনির সমস্যার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় অভিনেত্রীর মায়ের। কিন্তু আজ সব শেষ হয়ে গেল।

মায়ের অসুস্থতায় ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন তিনি। কিন্তু মাকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হল না। আজ শনিবার ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত। মাতৃবিয়োগে সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

ইতিমধ্যেই সিঙ্গাপুরে থাকা অভিনেত্রীর পুরো পরিবার কলকাতায় আসছে। মায়ের শারীরিক অসুস্থতার জন্য নায়িকার যে মন ভাল ছিল না তা কয়েকদিন আগে ছবির প্রচারে এসেও জানিয়েছিলেন তিনি। মায়ের স্বাস্থ্যের অবস্থা যে একেবারেই ভালো নেই সেটাও সেদিন প্রায় বলেই দিয়েছিলেন নায়িকা। আর আজ সবকিছুকে স্তব্ধ করে বিদায় নিলেন নন্দিতা সেনগুপ্ত।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page