জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমার জনপ্রিয়তা যদি কাউকে বিরক্ত করে সেটা তাদের সমস্যা, আমার নয়’, অহংকারী মন্তব্য সৌমীতৃষার

ছোট পর্দা থেকে উঠে এসে বড় পর্দায় নিজের জায়গা তৈরি করেছেন সৌমীতৃষা কুন্ডু। তাঁর সাম্প্রতিক ওটিটি সিরিজ ‘কালরাত্রি’ মুক্তি পেয়েছে ৬ ডিসেম্বর। নতুন চরিত্রের চ্যালেঞ্জ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন ও মতামত নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করলেন তিনি।

সৌমীতৃষার মতে, কোনও নির্দিষ্ট মাধ্যমে নিজেকে আটকে না রেখে বিভিন্ন চরিত্রে অভিনয় করার মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানোই তাঁর লক্ষ্য। বড় পর্দার কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “একটা চরিত্রের কাঠামো থেকে বেরিয়ে আসতে পেরে নতুন উদ্দীপনা পাই। ওটিটি বা সিনেমার মাধ্যমে দীর্ঘমেয়াদী কাজ করলে তবেই সাফল্য ধরা দেবে।”

নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন তিনি। ভক্তদের সঙ্গে সাবলীল থাকলেও নিরাপত্তারক্ষী রাখার কারণ ব্যাখ্যা করে সৌমীতৃষা বলেন, “আমাদের সুরক্ষার দিকটি নজরে না রাখলে কোনও বিপদ ঘটলে মানুষ আমাদেরই দোষ দেবে। তাই ‘বাউন্সার’ রাখা জরুরি।” নিন্দুকদের মন্তব্য নিয়ে খুব একটা মাথা ঘামান না এই অভিনেত্রী। তাঁর কথায়, “আমার জনপ্রিয়তা যদি মানুষকে বিরক্ত করে, তা হলে সেটা তাঁদের সমস্যা।”

ডেটিং অ্যাপ নিয়ে তাঁর মতামত অত্যন্ত স্পষ্ট। তিনি মনে করেন, প্রেম এমন এক বিষয় যা কোনও অ্যাপের মাধ্যমে সম্ভব নয়।সৌমীতৃষার কথায়, “ডেটিং অ্যাপ মানেই অপশন। সেখানে বেশি খুঁজতে গেলে মুশকিল। সম্পর্ক এগিয়ে না চললে আমি সময় নষ্ট করি না।” পাশাপাশি তিনি আরও যোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হতে পারে।

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান, আপাতত বিয়ে কিংবা সংসার করার পরিকল্পনা নেই তাঁর। বরং অভিনয়, লেখালিখি এবং নিজের কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করেন। তাঁর মতে, সমাজমাধ্যমের মাধ্যমে প্রাসঙ্গিকতা ধরে রাখা সম্ভব নয়। “সত্যিকারের কাজই আলোচনায় রাখতে পারে। ব্যক্তিগত জীবন কিছুটা আড়ালেই রাখা উচিত,” বলেন সৌমীতৃষা।

TollyTales NewsDesk