জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দিওয়ালির পটাকা হয়ে বাথটবে জ্বলে উঠলো পিহু! খোলা পিঠে ধরালো আগুন, “সৃজলার রূপ রঙমশালের চেয়ে কম কিছু নয়” বলছে ভক্তরা

মন ফাগুন’ শেষ হয়েছে কয়েক মাস হলো। তবে দর্শক মনে পিহু হিসেবে যে জায়গা নায়িকা দখল করে নিয়েছেন সেই কারণে এখনও কেউ ভুলতে পারছে না সৃজলা গুহকে। স্টার জলসার এই ধারাবাহিকে ঋষি আর পিহু প্রেমে অন্য মাত্রা এনে দিয়েছিল।

যদিও এটাই নায়িকার প্রথম কাজ নয় তবে এই প্রথম মুখ্য চরিত্রের মাধ্যমে তিনি দর্শকদের মনে পাকাপাকিভাবে নিজের জন্য জায়গা দখল করতে সক্ষম হয়েছে। খুব কম সময়ের মধ্যে বহু সংখ্যক মানুষের মনে নিজের জন্য জায়গা তৈরি করে নিয়েছিলেন এই নায়িকা। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর তাই অনেকেই প্রথম প্রথমে আশা করতে পারেনি এত তাড়াতাড়ি সিরিয়াল শেষ হয়ে যাবে। তার উপরে দুই পছন্দের অভিনেতা অভিনেত্রীকে আর দেখা যাবে না একসঙ্গে এটাও মেনে নিতে পারেনি দর্শকরা।

সাত পাকে বাঁধা পড়লো ঋষিরাজ-পিহু, পর্দার প্রেম গড়ালো বাস্তবেও, মনে বইছে প্রেমের ফাগুন
এই মুহূর্তে নায়িকা আর কোন ধারাবাহিকে কাজ করছেন না। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। নিজের অনুরাগীদের জন্য মাঝে মাঝেই অভিনেত্রী কিছু না কিছু শেয়ার করে থাকেন ছবি বা ভিডিওর মধ্যে দিয়ে। তবে এবার তিনি যেটা করলেন তাতে চোখ গোল্লা হয়ে গেলো ভক্তদের।

এদিকে কালীপুজোতে আলোর উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা আর ওদিকে একাকী আলোর খেলায় মেতে উঠলেন সৃজলা। বাথটবে স্নান করতে নেমেছেন নায়িকা। আর সেই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল দর্শকদের মধ্যে। জলের মধ্যে ছড়ানো রয়েছে লাল গোলাপের পাপড়ি। তার মধ্যেই জলকেলি করতে ব্যস্ত সৃজলা। খোলা পিঠ নায়িকার। জ্বলছে অজস্র মোমবাতি। তিনিও আবার নিজের হাতে জ্বালালেন একটি মোমবাতি। সঙ্গে সাজলেন। ক্যাপশনে লিখলেন আমার দিওয়ালি স্টোরি ২০২২।

বলাই বাহুল্য ভক্তরাও একমত যে দিওয়ালির শুভেচ্ছা জানানোর এই অনন্য স্টাইল এর আগে চোখে পড়েনি কারোর। বেশিরভাগ ভক্তরাই লিখেছে অসাধারণ সেক্সী লাগছে সৃজলাকে। পাশাপাশি ভক্তদের প্রতিটা কমেন্টে উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজে।

Nira

                 

You cannot copy content of this page