জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্কুল ড্রেস পরে হাঁটি হাঁটি পা পা করে স্কুল যাচ্ছে ছোট্ট আদিদেব!ভাইরাল সুদীপার ছোট্ট ছেলের ছবি

সোশ্যাল মিডিয়ায় তারকার যেরকম জনপ্রিয় সেরকম তাদের সন্তানরাও কিন্তু ছোট্ট থেকেই জনপ্রিয় তাদের বাবা-মার দৌলতে। এরকম সন্তানদের আমরা স্টার কিড বলে থাকি। বলিউডের স্টার কিডদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে করিনা কাপুর এবং সাইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান। আমাদের টলিউডে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্টার কিড হলো রাজ-শুভশ্রীর ছেলে ইউভান।

কিন্তু আর একজনও আছে যে হয়তো অতটা জনপ্রিয় নয় কিন্তু তাকে ভীষণ ভালবাসে সাধারণ মানুষ। কারণ তার মিষ্টি গোলগাল চেহারা সাধারণ মানুষের ভীষণ পছন্দ। সে হলো রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী এবং পরিচালক অগ্নিদেব চ্যাটার্জির ছোট্ট ছেলে আদিদেব চ্যাটার্জী। আদিদেবের ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেই ভাইরাল হয়ে যায়।

আজ কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় আদিদেবের একটা মিষ্টি ছবি ভাইরাল হয়েছে যেটা পোস্ট করেছেন তার বাবা অগ্নিদেব চ্যাটার্জী। ফটোটিতে ছোট্ট আদিদেবকে ভীষণ সুন্দর লাগছে।

নীল সাদা রঙের স্কুল পোশাক পরে দাঁড়িয়ে আছে ছোট্ট আগে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বছর সে প্রথম স্কুলে ভর্তি হয়েছিল এবং এটা তার স্কুল যাওয়ার প্রথম দিনের ছবি। নিজের সন্তানদের এরকম ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সকল বাবা-মায়েরাই। অন্যথা হয়নি এই দুজন তারকা দম্পতির ক্ষেত্রেও।

Piya Chanda

                 

You cannot copy content of this page