জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Anirban Bhattacharya: সকলেই ভাবে যে তিনি বাংলার মেয়েদের একমাত্র ক্রাশ! কিন্তু অনির্বাণ ভট্টাচার্য যে রোজ গালাগালি খান সেটা জানেন? নিজের মুখেই স্বীকার করলেন সেই কথা

অনির্বাণ ভট্টাচার্য মানে দর্শক মনে একটা আলাদা উত্তেজনা কাজ করে। সেটা পরিচালক অনির্বাণ হোক কিংবা নায়ক অনির্বাণ। খুব কম এমন ব্যক্তিত্ব রয়েছেন যারা দুই ক্ষেত্রেই সমানভাবে সফল হতে পেরেছেন। অনির্বাণ ভট্টাচার্য দুই ক্ষেত্রেই সমানভাবে সফল। ইদানিং আবার তিনি মন দিয়েছেন পরিচালনায়। বড় পর্দার ছবি থেকে একেবারে ডিজিটাল পর্দাতেও সেই একইরকম হিট তার ছবি।‘মন্দার’ দেখার পর আরও বেশি করে পরিচালকের ভক্তদের সংখ্যা ভারী হয়েছে।

৭ অক্টোবর ছিল অভিনেতার জন্মদিন। এই বিশেষ দিনে প্রকাশ্যে এল অনির্বাণ পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’র প্রথম গান। এটা তার দ্বিতীয় কাজ। গানের কথাও লিখেছেন অনির্বাণ নিজেই আর গান গেয়েছেন সাহানা বাজপেয়ী।

Anirban Bhattacharya movies, filmography, biography and songs -  Cinestaan.com

একটা বিষয় এর থেকে স্পষ্ট যে যে মানুষ যত বেশি সফল তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা তত বেশি হয়। অভিনেতা এবং পরিচালকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অভিনেতা হিসেবে তিনি কতটা সফল এবং বক্ষ সেটা তো দেখিয়ে দিয়েছেন কিন্তু এবার পালা পরিচালক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করার। সেই দিক দিয়ে পরিচালক অনির্বাণের কাছ থেকে ভক্তদের অনেক বেশি প্রত্যাশা। এই নিয়ে কী ভাবেন তিনি?

Celebrity Interview - Anirban Bhattacharya on life after marriage, new look  and joy of reading - Telegraph India

পরিচালক অনির্বাণ ভট্টাচার্য বলেছেন এগুলো নিয়ে অবশ্যই ভাবতে হয় তাকে। কাজের দিক থেকে জানাতে নি লক্ষ্যভ্রষ্ট না হন সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হয়। নেতিবাচক মন্তব্য প্রচুর পেয়েছেন তিনি। সেগুলো ভেবে নিজেকে শুধরানোর মতো হলে অবশ্যই সেটা করবেন তিনি। কারণ দর্শকদের শুধু তাকে ভালবাসে তা নয় বরং সমালোচনাও করে প্রচুর এবং গালিগালাজ খেতে হয় প্রচুর।

Nira