বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)। তাঁর ব্যক্তিত্বময়ী রূপে অনেকেই মুগ্ধ, কিন্তু তাঁর মনের জোর সম্পর্কে জানেন খুব কম জন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে তৃণমূলের লাভলি মৈত্রের বিরুদ্ধে সোনারপুরে লড়াই করেছিলেন অঞ্জনা। যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় লাভ করেন লাভলি। পরাজিত হয়েও অঞ্জনা তাঁর প্রতিদ্বন্দ্বীকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। এই ঘটনার পরেই শুরু হয় অঞ্জনার জীবনের আরও বড় লড়াই— তাঁর স্বাস্থ্যের জন্য।
নির্বাচনের কিছুদিন পরই একটি ভয়াবহ অসুস্থতা গ্রাস করে অঞ্জনাকে। পুরো শরীর প্রায় অকেজো হয়ে যায়, তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। নিজের যত্ন নিতে নার্স ও আয়াদের ওপর নির্ভর করতে হতো। এতটাই অসহায় পরিস্থিতি ছিল যে এপাশ থেকে ওপাশ ফিরতেও সাহায্যের প্রয়োজন পড়ত। তবু, এই সময়ে অঞ্জনা নিজের মানসিক দৃঢ়তা হারাননি। দিনের পর দিন শুয়ে থাকলেও মনকে শক্ত রেখেছিলেন তিনি। এই অসুস্থতার সময়েও তিনি নিজের সাইকোলজিস্ট বন্ধুর সাহায্য নেননি, কারণ মানসিকভাবে তিনি কখনও ভেঙে পড়েননি।
নিজের লড়াইয়ের গল্প নিয়ে অকপট অভিনেত্রী অঞ্জনা বসু
সম্প্রতি এক সাক্ষাৎকারে অঞ্জনা তাঁর কঠিন সময়ের কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানান, তাঁর অসুস্থতা নিয়ে অনেকে নানা কথা বলেছিলেন। কেউ বলেছিলেন তিনি ক্যানসারে আক্রান্ত। যদিও তিনি সরাসরি নিশ্চিত করেননি সেই রোগের নাম। তবে জানিয়েছেন, অসুস্থতার সময় তিনি ভাবতেন ছ’মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বাস্তবে উঠে বসতে এবং স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর এক বছর লেগে যায়।
অঞ্জনা বলেন, “আমি অনেককেই ক্যানসারের সঙ্গে লড়তে দেখেছি। সেই সময় আমার নিজের অবস্থাও ভয়াবহ ছিল। কিন্তু এক মুহূর্তের জন্যও আমি মানসিকভাবে দুর্বল হইনি। মনে রেখেছিলাম, আমাকে লড়াই করে জিততে হবে। ধীরে ধীরে হলেও আমি সুস্থ হয়ে উঠব।” তাঁর এই লড়াইয়ের মানসিক জোর তাঁর অনুরাগীদের কাছে এক অনুপ্রেরণা।
আরও পড়ুন: অন্তর্বা’সহীন সাহ’সী ছবিতে ঝড় তুললেন ঋতাভরী! চোখ কপালে ভক্তদের
আজ, সেই ভয়াবহ অধ্যায়কে পেছনে ফেলে অঞ্জনা নতুন উদ্যমে নিজের কাজ শুরু করেছেন। টলিউডে আবারও দেখা যাচ্ছে তাঁর উপস্থিতি। তিনি প্রমাণ করেছেন, শারীরিক অসুস্থতা যতই কঠিন হোক না কেন, মনের জোরই মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাঁর এই লড়াই শুধু টলিউড নয়, সাধারণ মানুষের কাছেও এক দৃষ্টান্ত হয়ে থাকবে।