জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বাংলা সিরিয়ালের নায়কদের মধ্যে আদৃত খুব ভালো অভিনেতা”— আদৃতের প্রশংসায় পঞ্চমুখ অঙ্কুশ হাজরা!

সকাল থেকে রাত, সিরিয়ালের ট্র্যাক নিয়ে আলোচনা আজ চায়ের কাপেও। কে কার সঙ্গে প্রেমে পড়ল, কে প্রতারণা করল, কে বা শেষ পর্যন্ত জয়ী হল—এই সব চরিত্র আজ সাধারণ দর্শকের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। শুধু গল্প নয়, নায়ক-নায়িকাদের জনপ্রিয়তাও তুঙ্গে। এমনকি বড়পর্দার তারকারাও এখন ছোটপর্দার নায়কদের অভিনয় নিয়ে নিজের মতামত জানাতে পিছপা হন না।

অনেকেই বলেন, সিরিয়ালের প্রতিদিনের লড়াই, কাহিনির মোড়, আর সংলাপের ভার—এই চ্যালেঞ্জ নেওয়ার সাহস থাকলে তবেই একজন অভিনেতা সত্যিকারের তারকা। আর এই কারণেই টলিউডের প্রথম সারির অভিনেতারাও সিরিয়ালের অভিনেতাদের কাজের প্রশংসা করতে দ্বিধা করেন না। সম্প্রতি এমনই এক মুহূর্তে নিজের পছন্দের সিরিয়াল নায়কের নাম প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

সেখানে কোনও সময় না নিয়ে অঙ্কুশ সোজাসুজি বলেই দেন, “আমার খুব ভালো লাগে আদৃত রায়কে।” আদৃত রায়, যিনি ‘মিঠাই’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন, সেই নাম উচ্চারণ করতেই অঙ্কুশের মুখে ছিল প্রশংসার ঝর। তবে এখানেই থেমে থাকেননি অভিনেতা। তিনি আরও জানান, আদৃত শুধুই একজন ভালো অভিনেতা নন, ব্যক্তি হিসেবেও তিনি অসাধারণ।

অভিনেতা জানান, আদৃতের মধ্যে যে ধৈর্য, পরিশ্রম ও একাগ্রতা রয়েছে, তা খুব কম অভিনেতার মধ্যেই দেখা যায়। সিরিয়ালের নায়কদের মধ্যে তিনি আদৃতকেই এগিয়ে রাখেন। তাঁর মতে, আদৃতের অভিনয় যেমন স্বতঃস্ফূর্ত, তেমনই তাঁর ব্যক্তিত্বও মাটির মানুষদের মতো সহজ ও আন্তরিক। অঙ্কুশের এমন খোলামেলা প্রশংসা শুনে খুশি আদৃত অনুরাগীরাও।

যেখানে অনেক সময় প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়, সেখানে একজন প্রতিষ্ঠিত অভিনেতার মুখে আরেকজন সিরিয়াল তারকার এইরকম অকপট প্রশংসা নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দেয়। আদৃতের মতো তরুণ প্রতিভার পাশে দাঁড়িয়ে অঙ্কুশ যেভাবে তাঁর প্রশংসা করলেন, তা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্যই এক অনন্য দৃষ্টান্ত।

Piya Chanda

                 

You cannot copy content of this page