জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Celebrity Pujo: বাংলা ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় জুটি ধরা দিল অষ্টমীতে নতুন সাজে!জমে উঠেছে টলিউডের পুজো, দিনভর হুল্লোড়ে মেতে সেলেবরা

বাঙালির এখন অপেক্ষার দিন শেষ। পুজো আসছে আসছে করে পুজোর ষষ্ঠী, সপ্তমী কেটে গেল। অতিমারির পরে এই বছর প্রথম বাঙালি আবার আগের মেজাজে ফিরে গিয়ে দুর্গাপূজা উদযাপন করছে। আর তাই জন্যেই সাধারণ মানুষসহ অভিনেতা-অভিনেত্রীরাও সেজে উঠেছেন নতুন সাজে। পুজোর দিন কটা খাওয়া দাওয়া, ঘোরা, মণ্ডপে যাওয়া ,নিজের কাছের মানুষগুলোর সাথে বসিয়ে জমিয়ে আড্ডা দেওয়া। এইসব নিয়েই কেটে যায় দিনগুলো। সেই ভাবেই নিজেদের অন্যান্য রকম সাজে ধরা দিচ্ছেন টলিউডের সব জনপ্রিয় জুটিরা।

প্রসঙ্গত বাংলা ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় জুটি এক উত্তম কুমারের নাতি তথা জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং তার স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। আর অন্যজন হলেন সব্যসাচী চক্রবর্তীর ছেলে তথা জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী রিদ্ধিমা ঘোষ। দুই জুটিকেই দেখা গেল সপ্তমীতে বেশ অন্য মেজাজে।

সব মানুষই সারা বছর তাদের ব্যস্ততার জীবনে একঘেয়ে জীবনযাপন এবং একই ধরনের পোশাক আশাক পরে ক্লান্ত হয়ে পড়ে। তাই পুজোর কটা দিন বেশ বাঁধনছাড়া হয়ে নানা রকমের ভিন্ন ধরনের পোশাক পরে নিজেদের অন্য সাজে ধরা দিতে চান সাধারণ মানুষসহ অভিনেতা-অভিনেত্রীরাও। তাই এই দুই জনপ্রিয় জুটিকে দুর্গাপুজোর মহাসপ্তমীতে দেখা গেল নিজেদেরকে অন্য পোশাকে সুসজ্জিত করতে।

প্রসঙ্গত দুই তারকা জুটিকেই দেখা গেছে মণ্ডপে মায়ের মূর্তির সামনে ছবি তুলতে। গৌরব চ্যাটার্জী পড়েছেন সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি এবং দেবলীনা পড়েছেন কমলা রঙের অফ সোল্ডার টপ সঙ্গে ফ্লোরাল প্রিন্টের স্কার্ট। উল্টোদিকে গৌরব চক্রবর্তীকে দেখা গেল নীল ও সাদায় পাজামা পাঞ্জাবীতে সঙ্গে ঋদ্ধিমা পড়েছেন লাল রঙের আনারকলি সুট। দুই জুটিকেই পুজোর নতুন সাজে খুবই সুন্দর লাগছিল। আর তাই দেখেই তাদের অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। এবার দেখার পালা পুজোর পরবর্তী কটা দিন কোন কোন অভিনেতা অভিনেত্রীরা নিজেদেরকে নতুন সাজে সুসজ্জিত করে ক্যামেরার সামনে ধরা দেন!

Nira

                 

You cannot copy content of this page