জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এই ইন্ডাস্ট্রি বিশ্বাসঘাতকে ভরা! কাউকে বিশ্বাস করলেই ঠকে যেতে হয়!”—ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্বেতার!

টলিউডের অন্দরের কেচ্ছা কাহিনি বারবারই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার নিজের অভিজ্ঞতার কথা সরাসরি প্রকাশ করলেন বর্তমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya)। যিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিক দর্শকদের মন জয় করে এসেছেন তার মিষ্টি হাসি, প্রাণবন্ত অভিনয় আর সরল অথচ শক্তিশালী উপস্থিতিতে। টিভির পর্দায় যেভাবে চরিত্রকে তিনি বাস্তবতার ছোঁয়ায় ফুটিয়ে তোলেন, তাতে সহজেই বোঝা যায়— অভিনয় তার রক্তে মিশে আছে।

তাঁর প্রতিটি চরিত্র যেন পর্দা ছাড়িয়ে দর্শকের হৃদয়ে গেঁথে যায়। বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি, আর সেই ধারাবাহিকের হাত ধরেই আবারও দর্শকের মন জয় করেছেন। ‘সিঁদুর খেলা’ দিয়ে যাত্রা শুরু করে, ‘জারোয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি‘, ‘তুমি রবে নীরবে’—প্রত্যেকটি ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছে। তাঁর সহজাত পারফরম্যান্স আর প্রাণবন্ত অভিব্যক্তি তাঁকে টেলিভিশনের অন্যতম বিশ্বাসযোগ্য মুখ করে তুলেছে।

Sweta Bhattacharya

অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যাক্তিগত জীবন যাপনের ধরন ও ব্যক্তিত্বও তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। যদিও ইন্ডাস্ট্রির প্রতি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এতটাও মধুর নয়, বরং বরাবরই কিছুটা রুক্ষ। একটি পুরনো সাক্ষাৎকারে শ্বেতা অকপট হয়েছিলেন ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে। অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “এই ইন্ডাস্ট্রিতে কারোর ওপর ভরসা করা যায় না। কাউকে বন্ধু বলে ভাবলেই ঠকে যেতে হয়।” এমন কথার মধ্য দিয়ে কার্যত নিজের অভিজ্ঞতা আর হতাশাই তুলে ধরেছেন তিনি।

জানা যায়, শুধুমাত্র বাংলাতেই কাজ করবেন বলে তিনি একসময় হিন্দি সিরিয়াল ও বড় পর্দার বেশ কিছু অফার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই টলিউডেই বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা তাঁকে ভেতরে ভেতরে কষ্ট দিয়েছে। তবে কষ্ট থাকলেও কাজের প্রতি একটুও খামতি রাখেননি শ্বেতা। বরং প্রতিটি চরিত্রে তিনি নিজেকে ঢেলে দিয়েছেন। শুধু ধারাবাহিকেই নয়, বাস্তব জীবনেও তিনি পরিণত এবং স্পষ্টবক্তা।

নিজের মত প্রকাশে কখনও দ্বিধা করেন না। সম্পর্ক, পেশা কিংবা ইন্ডাস্ট্রির অন্দর—সব কিছু নিয়েই তাঁর নিজের মত রয়েছে, যা তিনি গোপন রাখেন না। আর এই খোলামেলা ভঙ্গিই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বর্তমানে দীর্ঘদিন প্রেমিক-প্রেমিকা থাকার পর অবশেষে অভিনেতা রুবেল দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুজনে চুটিয়ে উপভোগ করছেন এই নতুন জীবনের সুখ।

তিনি একের পর এক ভালো কাজ পাচ্ছেন, দর্শকরাও তাঁর কাজ নিয়ে যথেষ্ট উৎসাহী থাকেন। তবে তাঁর এই সাহসী মন্তব্য ঘিরে নেটপাড়ায় তৈরি হয়েছে নতুন আলোড়ন। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ মনে করছেন, এমন খোলাখুলি মন্তব্য হয়তো নতুন বিতর্ক উসকে দিতে পারে। তবে শ্বেতার কথায় একটাই স্পষ্ট—তিনি নিজের অভিজ্ঞতা নিয়েই কথা বলেছেন, আর কারোর মনোভাব পাল্টাতে নয়।

Piya Chanda