জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এ কেমন ভুল? কোন কারণে কোয়েল মল্লিকের বিশেষ দিনে ক্ষমা চাইতে বাধ্য হল বাংলার জনপ্রিয় চ্যানেল কর্তৃপক্ষ?

টলিউড ইন্ডাস্ট্রির কাছে অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু হলেও আলাদা। আজ এই বিনোদন জগতের এক বিশেষ অভিনেত্রীর জন্মদিন। আজ টলিউড কুইন অর্থাৎ কোয়েল মল্লিকের জন্মদিন।

ইতিমধ্যেই রাত বারোটা বাজে মাত্রই অভিনেত্রীর ভক্তরা তাকে সমাজমাধ্যমে শুভেচ্ছা পাঠাতে শুরু করেছেন। এমনকি ইন্ডাস্ট্রির বহু সহকর্মীরাও তাকে জানিয়েছেন জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আজকালকার দিনে ভক্ত এবং সহকর্মীরা বাদেও বাংলার বড় বড় চ্যানেল কর্তৃপক্ষগুলিও তারকাদের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়ে থাকে।

প্রায়শই দেখা যায়, বিশেষত সিনেমাকেন্দ্রিক চ্যানেলগুলি সেই অভিনেতা বা অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর অভিনীত সিনেমাগুলোই দর্শকদের উদ্দেশ্যে চালানো হয়। চ্যানেলের এ এক অভিনেতা বা অভিনেত্রীদের জন্মদিন উদযাপনের উপলক্ষ মাত্র।

তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এক বিরাট ভুল করে বসলো বাংলার এক চ্যানেল কর্তৃপক্ষ। নাম কালার্স বাংলা। কিন্তু, বাংলার প্রথম সারির চ্যানেলের মধ্যে অন্যতম এই চ্যানেল কি করে ভুল করে বসল?

কালার্স বাংলা সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে আজকের দিনে অভিনেত্রীর ফটো দিয়ে কোয়েল মল্লিককে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু কোয়েলের নামের জায়গায় লিখে দিয়েছে রানী মুখার্জি! এত বড় ভুল নেটিজেনদের চোখে পড়া মাত্রই সংশোধন করে নেয় তারা। তবে এই বিষয়ে অভিনেত্রী স্বয়ং চ্যানেলের প্রতি কোনো বক্তব্যই রাখেননি। কিন্তু, তাও অনেক সমালোচকদের মনে প্রশ্ন, এত বড় ভুল কীকরে সম্ভব?

koel mollick colors bangla
Piya Chanda

                 

You cannot copy content of this page