জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জীবনে অনেক যন্ত্রণা তো ছিলই। এখন আর নিজের ইচ্ছেতে কষ্ট পেতে চাই না।”— প্রেম-বিয়ে নয়, নিজের পথ বেছে নিলেন অভিনেত্রী অর্কজা আচার্য! পর্দায় ‘একা মা’, বাস্তবেও আত্মনির্ভর অর্কজা হতে চান সিঙ্গল মাদার!

ছোট পর্দার অভিনেত্রী ‘অর্কজা আচার্য’ (Arkoja Acharyya) প্রায় দেড় বছর পর আবার ফিরলেন টেলিভিশনের পর্দায়। এই দীর্ঘ সময়ে কোথাও দেখা মেলেনি তাঁর। না ধারাবাহিকে, না ওয়েব সিরিজে। আচমকাই তাঁর কামব্যাক ঘিরে টেলিপাড়ায় গুঞ্জন! তিনি নাকি প্রেমে পড়েছিলেন, এমনকি বিয়ের পরিকল্পনাও ছিল! ‘আনন্দী’ (Anondi) ধারাবাহিকের গল্প এগিয়ে গিয়েছে দশ বছর। বদলে গিয়েছে চরিত্রের রূপরেখাও। অর্কজা অভিনয় করছেন ডাঃ সুপর্ণা নামে এক চিকিৎসকের ভূমিকায়, যিনি প্রধান চরিত্র আনন্দীর মেডিক্যাল টিমের অংশ।

একটি দায়িত্বশীল এবং বাস্তব চরিত্রে অভিনয় করে অর্কজা দারুণ খুশি। অভিনেত্রী জানালেন, আগে যেমন কখনও ঘরোয়া বৌ, কখনও শিল্পপতি বা পুলিশ অফিসারের চরিত্রে কাজ করেছেন, এবার সেই তালিকায় যুক্ত হল ‘সিঙ্গল মাদার’ চিকিৎসক। বাস্তব জীবনের প্রেম এবং বিয়ের জল্পনায় জল ঢেলে অর্কজা জানালেন,”সবটা ঘটছে ঠিকই, তবে সেটা শুধু পর্দার চরিত্রে।” এবার তিনি ফিরছেন এক চিকিৎসকের চরিত্রে।

যিনি একই সঙ্গে ডাক্তার এবং একা হাতে সন্তান প্রতিপালনকারী মা, যায় অতীত আমরা এখনও জানি না। তবে দীর্ঘ এই বিরতিতে কী করছিলেন অর্কজা? জানালেন, প্রথমে রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘গড়ুরণ’-এর বাংলা সংস্করণের জন্য চিত্রনাট্য লিখছিলেন। বহুদিন ধরেই চিত্রনাট্য রচনার শখ ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই কাজটি আর বাস্তবায়িত হয়নি, ফলে খানিক হতাশও হয়েছিলেন। তারপর বোনের কাছে বিদেশে গিয়েছিলেন কিছুদিনের জন্য।

সেখান থেকে ফিরে এসে আবার অভিনয়ের জগতে ফিরে আসার ডাক পান। নতুন চরিত্র নিয়ে এখন ব্যস্ত অর্কজা। জীবনের ওঠা-পড়া নিয়ে খুব বেশি মুখ খুলতে চাননি তিনি। তবে প্রেম এবং বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই হালকা হেসে তিনি বলেন, “জীবনে অনেক যন্ত্রণা তো ছিলই। এখন আর নিজের ইচ্ছেতে কষ্ট পেতে চাই না।” তাঁর বক্তব্যেই যেন ফুটে উঠল বাস্তব জীবনের অভিজ্ঞতা আর এক ধরণের আত্মনির্ভরতার ছাপ।

অভিনয়ে ফেরা, ভাঙা স্বপ্ন এবং বিদেশযাত্রা থেকে বাস্তবকে ছুঁয়ে ফেলা এক চরিত্র, অর্কজার জীবনের এই নতুন অধ্যায় শুধু টেলিভিশনের পর্দায় নয়, তাঁর ব্যক্তিগত জীবনেরও যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ‘আনন্দী’ ধারাবাহিকে সুপর্ণা হয়ে তিনি শুধু গল্পের অংশ নন, এক আধুনিক, আত্মবিশ্বাসী নারীর প্রতিনিধি হিসেবেও ধরা দিতে চলেছেন দর্শকের কাছে। ঠিক কতটা জনপ্রিয়তা লাভ করে এই চরিত্র, তা সময়ই বলবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page