জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী

অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর মামলায় চাঞ্চল্যকর মোড় এল। গ্রেফতার করা হয়েছে নায়িকার প্রেমিক সাগ্নিককে। এর আগে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। নায়িকার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন পল্লবীর পরিবার।

রবিবার যখন নায়িকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সেই সময় ফ্ল্যাটে ছিলেন না নায়িকার প্রেমিক সাগ্নিক, এমনটাই জানিয়েছেন তিনি জেরায়। সকাল সকাল ঘরে ফিরেই দেখেন নায়িকা ঝুলন্ত অবস্থায় রয়েছেন। নায়িকার মৃত্যুর পর একাধিক অভিযোগ উঠেছে।

স্বাভাবিকভাবেই নায়িকা যেহেতু প্রেমিকের সঙ্গে সহবাস করতেন তাই সন্দেহের তীর সর্বপ্রথম উঠেছে তাঁর দিকেই। এবার গ্রেফতার হওয়ায় সেই সন্দেহ যেনো তাজা হলো।

অন্যদিকে পল্লবীর প্রেমিকের প্রাক্তন স্ত্রী সুকন্যা এসেছেন সামনে। জানিয়েছেন দুজনের বিয়ে রেজিস্ট্রির সময় সাক্ষী হিসেবে পল্লবী নিজেই সেখানে ছিলেন। এরপরেও কীভাবে সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন সাগ্নিক?সেটা জানতে পারেন সুকন্যা। তারপরেই তিনি যোগাযোগ বন্ধ করে দেন সাগ্নিককের সঙ্গে। এদিকে সাগ্নিক নাকি আর্থি দিক দিয়ে অনেকটাই নির্ভর করতেন পল্লবীর উপর রিপোর্ট।

এই তথ্য দিয়েছেন তাঁদের বাড়িতে কাজ করা পরিচারিকা। এই নিয়ে দুজনের মধ্যে অনেক বড় অশান্তিও হয়েছে। তবে শনিবার ছিল নায়িকার জন্মদিন। সেদিন রাতেও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেছিলেন। কিন্তু পরের দিন যে এত কঠিন সিদ্ধান্ত নেবেন তার আঁচ পায়নি কেউ।

Piya Chanda

                 

You cannot copy content of this page