জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কিশোরীর প্রশংসায় পঞ্চমুখ টলিউডের মেগাস্টার! দেবের কথায় ইধিকা হল ‘বাংলার ক্রাশ’! ‘বহুরূপ’ ছবির ট্রেলারে নায়িকার দারুণ পারফরম্যান্স, নিজেকে আটকে রাখতে পারলেন না দেব! অভিনেত্রীর উদ্দেশ্যে কী বিশেষ বার্তা তাঁর?

দুই বাংলার মেগাস্টারদের সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন অভিনেত্রী ‘ইধিকা পাল’ (Idhika Paul)। টলিউডে এখন নাকি তিনি ‘লাকি চার্ম’ হিসেবে পরিচিত। ইধিকা যেকোনও সিনেমায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছবিগুলি নাকি বক্স অফিসে দারুন সাফল্য পাচ্ছে! সম্প্রতি দেবের (Dev) সঙ্গে ‘খাদান’ (Khadaan) ছবিতে ‘কিশোরী’ চরিত্রে অভিনয়ের পর নায়িকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাংলা সুপারস্টার দেব। টেলিপর্দার পরিচিত মুখ হলেও বড়পর্দায় নিজের অভিনয় দিয়ে ইতিমধ্যেই নায়িকা স্বীকৃতি পেয়েছেন কিশোরী।

উল্লেখ্য, ইধিকার স্বল্প দৈর্ঘ্যের অভিনয় কেরিয়ারেও বড়পর্দায় ধারাবাহিক সাফল্য এসেছে। কখনও তিনি বাংলাদেশের দর্শকদের প্রিয় ‘প্রিয়তমা’ হিসাবে, আবার কখনও এপার বাংলার ‘কিশোরী’ চরিত্রে নজর কেড়েছেন। ‘খাদান’ ছবির পর দেবের বিপরীতে আরও দুটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে—‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’। এই ধারা থেকে বোঝা যায়, ইধিকা ক্রমশ রোম্যান্টিক নায়িকার খোলস ছেড়ে ভিন্ন স্বাদের চরিত্রে নিজের অভিনয় পরিসর প্রসারিত করছেন।

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবির ট্রেলারেও ইধিকাকে দেখা গেছে একেবারে অন্য রূপে। ছবির ট্রেলারে তিনি সোহম চক্রবর্তীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যে উপস্থিত হয়েছেন এবং দর্শকের মন কেড়েছেন। দেবও এই ট্রেলারের প্রতিক্রিয়ায় ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বলে প্রশংসা করেছেন। সমাজ মাধ্যমে ট্রেলার নিয়ে স্টোরি দিয়ে দেব সোহমকে ‘ভাই’ সম্বোধন করে শুভেচ্ছা জানান এবং ইধিকাকে ‘ক্রাশ’ বলে বিশেষ ট্যাগ করে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, দেব-ইধিকার রসায়ন ভক্তমহলে নিয়মিত আলোচনার বিষয় হয়ে থাকে। মাঝে শোনা গিয়েছিল, ইধিকা ‘প্রজাপতি ২’-এর চরিত্র থেকে বাদ পড়েছেন, কিন্তু পরে জানা যায়, দেব-মিঠুনের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্র ইধিকার হাতেই গিয়েছে। ‘রঘু ডাকাত’-এর টিজারেও তিনি ‘সৌদামিনী’ চরিত্রে দর্শকের মন জয় করেছেন। এই ধারাবাহিকতা ইঙ্গিত দেয়, ইধিকা প্রতিটি সিনেমায় তাঁর অভিনয় দিয়ে নতুন মাত্রা যোগ করতে সক্ষম।

আসন্ন ‘বহুরূপ’ ছবির গল্পে এক অভিনেতার জীবনের নানা দিক উঠে আসবে। বাইরে থেকে জীবনের গ্ল্যামার দেখা গেলেও, বাস্তবে সেই যাত্রা কতটা চ্যালেঞ্জিং– সেটিই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই যাত্রায় সোহমের সঙ্গে ইধিকার উপস্থিতি দর্শকের জন্য নতুন আকর্ষণ যোগ করেছে। দেবও ট্রেলারের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘দেখে দারুণ লাগল’, যা ইঙ্গিত দেয় যে ইধিকার এই নতুন ছবিও বক্স অফিসে আবার রেকর্ড গড়তে চলেছে।

Piya Chanda