বাংলা বিনোদন জগত বরাবরই নানা চমক ও বিতর্কে ভরা। নতুন সিনেমার ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় আলোচনা। কখনও চরিত্র নির্বাচন, কখনও বক্স অফিস সাফল্য, কখনও আবার নায়িকা বদল—সবই হয়ে ওঠে খবরের শিরোনাম। বিশেষত যখন প্রসঙ্গ নারীপ্রধান ছবি, তখন কৌতূহল আরও বেড়ে যায়। বর্তমানে এমনই এক আলোচনার কেন্দ্রে রয়েছে বিনোদিনী চরিত্র নিয়ে দুই জনপ্রিয় নায়িকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাম কমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী…একটি নটীর উপাখ্যান’। ছবিতে বিনোদিনী দাসীর ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। দেবের প্রযোজনায় তৈরি এই ছবিটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। রুক্মিণীর পারফরম্যান্স, ছবির চিত্রনাট্য, সংগীত ও শিল্প নির্দেশনা নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। ছবিটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পাচ্ছে। বক্স অফিসেও ভালো ফল করছে এই সিনেমা।
দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন রুক্মিণী মৈত্র। ছবিটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বাংলা থিয়েটারের ইতিহাসকেও নতুন করে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। রুক্মিণীর অভিনয় দক্ষতা, দেবের সহ-প্রযোজনায় ছবির গুণগত মান এবং রাম কমলের পরিচালনা একত্রে সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে। বিশেষত একজন নারীপ্রধান চরিত্রকে এত বড় পরিসরে তুলে ধরার জন্য পরিচালক রাম কমল প্রশংসিত হয়েছেন।
এই সিনেমার সাফল্যের মধ্যেই নতুন ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কা সরকারের বদলে এবার দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে চর্চা। দেবের জীবনে রুক্মিণী বর্তমানে গুরুত্বপূর্ণ হলেও, অতীতে শুভশ্রী ছিলেন তাঁর জীবনের বিশেষ অংশ। ফলে দুই অভিনেত্রীর একই চরিত্রে অভিনয় করা নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে, রুক্মিণী জানিয়েছেন, সৃজিত তাঁকেও সিনেমার জন্য ফোন করেছিলেন, তবে কোন চরিত্রের জন্য, তা তিনি প্রকাশ করেননি। তবে তিনি শুভশ্রী এবং সৃজিতকে নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুনঃ আমাকে পায়েস খাওয়ানোর জন্য আজ আর কেউ বেঁচে নেই! শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে ভালো লাগে না! জন্মদিনে আবেগে ভাসলেন সাবিত্রী দেবী
এই প্রসঙ্গে দেব আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, তাঁর কাছে একমাত্র বিনোদিনী হল রুক্মিণীর অভিনীত চরিত্র, অন্য কোনও প্রকল্পের বিষয়ে তিনি অবগত নন। অন্যদিকে, রুক্মিণী জানিয়েছেন, সৃজিত তাঁকেও সিনেমার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তবে কী চরিত্রের জন্য, তা তিনি প্রকাশ করেননি। তবে শুভশ্রী ও সৃজিতকে তিনি অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের প্রশংসা করেছেন এই কারণে যে, এত বড় বাজেটের নারীপ্রধান ছবি তৈরির উদ্যোগ না নিলে হয়তো বিনোদিনীর কাহিনি এতটা আলোচনার কেন্দ্রে আসত না।