জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সামনেই বিয়ে তবে রুক্মিণী নয়, এবার অন্য কারোর প্রেমে মজলেন দেব! মেয়েটি কে?

রুক্মিণীকে ভুলে ‘পিলু’ মেঘা দাঁর সঙ্গে রোমান্টিক ভিডিও ভাইরাল হয়ে পড়ল অভিনেতা দেবের। তাহলে কি সম্পর্ক শেষ হয়ে গেল দুজনের? না, চিন্তার কোনো কারণ নেই। এমন কিছুই হয়নি। বিষয়টা পুরোটাই শুটিংয়ের খাতিরে করতে হয়েছে। এটা অনেকটা ফ্যান গার্ল মুমেন্ট। টলিউড সুপারস্টার দেবের সঙ্গে কোন মেয়ে রোম্যান্টিক গানে নাচ করার স্বপ্ন দেখে না বলুন তো?

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাঙালির নববর্ষ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। সেই সেলিব্রেশনে মেতে উঠেছে টলিপাড়ার সবাই। বাংলা টেলিভিশন চ্যানেলগুলিও পয়লা বৈশাখ সেলিব্রেট করা হয়েছে। গঙ্গাবক্ষে নববর্ষ উদযাপন করতে এক বিশাল আয়োজন করা হয়েছিল চ্যানেলের তরফ থেকে। বাংলা টেলিভিশনে প্রথমবার এমন আয়োজন করা হলো। আর এই গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুপারস্টার দেব।

জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের নায়িকাদের মধ্যে মিঠাই, পিলু, উর্মি সহ আরও অনেককে দেখা গেছে এই সেলিব্রেশনের অংশ হতে। সেখানেই দেবের সাথে অনস্ক্রিন রোমান্স করলেন পিলু ওরফে মেঘা। একটি রোম্যান্টিক নাচের ভিডিও শেয়ার করেছেন মেঘা নিজেই।

দেবেরই সিনেমার গান ‘কী করে তোকে বলবো’-তে নাচ করেছেন দুজনে গঙ্গার মাঝে। গোলাপ রঙের শাড়ি বিনুনি করা চুলে হলুদ ফুল দিয়ে সেজেছিলেন মেঘা। দেব সেজেছিলেন একেবারে বাঙালিবাবুর মতো সাদা রঙের ধুতি আর তার উপর লাল সুতোর কাজ করা পাঞ্জাবিতে।

Piya Chanda

                 

You cannot copy content of this page