চলতি বছরে টলিপাড়ায় ফেডারেশন সংক্রান্ত টানাপড়েনের প্রভাব পড়েছে গোটা ইন্ডাস্ট্রিতে। এই পরিস্থিতিতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-কে দীর্ঘদিন নতুন কাজে দেখা যায়নি। ‘রঘু ডাকাত’-এর পর তাঁর হাতে আর কোনও ছবির কাজ নেই বলেই তিনি আগেই জানিয়েছিলেন। এই বিষয়টি ঘিরে ইন্ডাস্ট্রিতে আলোচনা বাড়ে।
এই প্রসঙ্গে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনির্বাণের মতো প্রতিভাবান অভিনেতা কাজ না পেয়ে বাড়িতে বসে আছেন, এটা সত্যিই কষ্টের। তাঁর মতে, এই সময়টাই অনির্বাণের কাজের সেরা সময় হতে পারত।
দেবের বক্তব্য, টেকনিশিয়ান, পরিচালক বা প্রযোজকদের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়, কিন্তু অভিনেতাদের ক্ষেত্রে বয়সকে অনেক সময় বড় করে দেখা হয়। তিনি মনে করেন, অনির্বাণের বর্তমান সময়টাই তাঁর পিক টাইম। এই সময় কাজ না পাওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।
দলীয় অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই দেব পরিষ্কার জানান, এখানে দলের কোনও ভূমিকা নেই। তাঁর কথায়, যদি ভাল চিত্রনাট্য থাকে, তাহলে তিনি অনির্বাণের সঙ্গে অবশ্যই কাজ করবেন। দলের তরফে এমন কোনও নির্দেশ নেই যে কারও সঙ্গে কাজ করা যাবে না। সমস্যাটা কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ।
আরও পড়ুনঃ ‘ভবিষ্যৎ পৃথিবী যেন যুদ্ধমুক্ত হয়, একমাত্র অস্ত্র…’ পাঁচশো বছর আগের কথাই আজও প্রাসঙ্গিক, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে চৈতন্যদেবের দর্শনেই আস্থা শুভশ্রীর!
শেষে দেব বলেন, এই পরিস্থিতির সমাধানে মধ্যস্থতা জরুরি। টেকনিশিয়ানদের সম্মান যেমন প্রয়োজন, তেমনই অভিনেতাদের কাজের সুযোগও থাকা দরকার। তিনি উদাহরণ দেন যে তিনি রুদ্রনীল ঘোষ ও মিঠুন চক্রবর্তী-র সঙ্গে কাজ করেছেন এবং ‘ধূমকেতু’-র মতো পুরনো প্রজেক্টেও নতুন করে যুক্ত হয়েছেন। তাঁর দাবি, কাউকে বাদ না দিয়ে কাজের পরিবেশ তৈরি করাই সবচেয়ে জরুরি।
