জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোট পর্দার গণ্ডি ছাপিয়ে এবার ইতিহাসের মঞ্চে দুই পরিচিত মুখ—দিব্যজ্যোতি দত্ত ও আরাত্রিকা মাইতি! একসঙ্গে নতুন অধ্যায়ে ভারতীয় সিনেমার গতিপথ বদলে দিতে চলেছেন তাঁরা!

ছোট পর্দা থেকে বড় পর্দায় পৌঁছনোর স্বপ্ন বহু অভিনেতা-অভিনেত্রীরই থাকে। টেলিভিশনে জনপ্রিয়তা পেলেও সিনেমার দুনিয়ায় জায়গা করে নেওয়া যে কতটা কঠিন, তা ইন্ডাস্ট্রির অন্দরমহল ভালোভাবেই জানে। আলাদা ভাষা, আলাদা দর্শক আর আলাদা প্রত্যাশা—সব মিলিয়ে বড় পর্দা মানেই নতুন পরীক্ষা। তবু কেউ কেউ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন, আবার কেউ সেই সুযোগের অপেক্ষায় থাকেন বছরের পর বছর।

টেলিভিশনের দর্শকদের কাছে দিব্যজ্যোতি দত্ত বরাবরই পরিচিত মুখ। ধারাবাহিকে তাঁর অভিনয়, চরিত্রের গভীরতা বোঝার ক্ষমতা এবং পরিমিত অভিব্যক্তি তাঁকে আলাদা করে চেনায়। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করার ফলে অভিনয়ের নানা স্তর তিনি আত্মস্থ করেছেন। জনপ্রিয়তার বাইরে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করার যে তাগিদ, সেটাই তাঁকে বড় পর্দার দিকে এগিয়ে যেতে উৎসাহ জুগিয়েছে।

অন্যদিকে আরাত্রিকা মাইতি তুলনামূলকভাবে নতুন প্রজন্মের প্রতিনিধি। কম সময়ের মধ্যেই তিনি ছোট পর্দায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন। স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার সহজ ভঙ্গি এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাস তাঁর বড় শক্তি। চরিত্রের আবেগ ধরতে তাঁর যে আন্তরিকতা, তা দর্শকদের নজর এড়ায়নি। ধীরে ধীরে তিনি এমন এক জায়গায় পৌঁছেছেন, যেখানে বড় পর্দার সুযোগ আর স্বপ্ন নয়, বাস্তবের কাছাকাছি।

এই দুই শিল্পীর পথ এবার একসঙ্গে মিলছে সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে। ছোট পর্দার পরিচিত গণ্ডি পেরিয়ে তাঁরা দু’জনেই প্রথমবারের মতো এমন একটি বড় পরিসরের ছবিতে কাজ করছেন, যার বিষয়বস্তু ও নির্মাণ ভাবনাই আলাদা। টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত এই দুই মুখকে একসঙ্গে বড় পর্দায় দেখার খবর ইন্ডাস্ট্রির অন্দরেও কৌতূহল তৈরি করেছে। তাঁদের এই নতুন জুটি বড় পর্দায় কতটা প্রভাব ফেলতে পারে, তা ঘিরে প্রত্যাশা ধীরে ধীরে বাড়ছে।

সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে দিব্যজ্যোতি দত্ত অভিনয় করছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে, যা তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ভূমিকা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আরাত্রিকা মাইতি এই ছবিতে রয়েছেন লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে। ঐতিহাসিক প্রেক্ষাপটে এমন গুরুত্বপূর্ণ চরিত্রে ছোট পর্দা থেকে উঠে আসা দুই শিল্পীর উপস্থিতি ইতিমধ্যেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন আলোচনা তৈরি করেছে। এখন দেখার, বড় পর্দায় এই অভিনয় কতটা গভীর ছাপ ফেলে দর্শকের মনে।

Piya Chanda

                 

You cannot copy content of this page