বাংলা টেলিভিশনে রিয়ালিটি শোয়ের পরিচালক হিসেবে বেশ বিখ্যাত নাম শুভঙ্কর চট্টোপাধ্যায়। সম্প্রতি শ্রেয়সী চক্রবর্তী নামক এক মহিলা ফেসবুক পোষ্টের মাধ্যমে তাঁর বিরুদ্ধে মাঝরাতে একাধিকবার ভিডিও কলের অভিযোগ আনলেন। মহিলা স্পষ্ট বক্তব্য, ‘ উনি গত কাল রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিয়ো কল করেছেন। শেষে বিরক্ত হয়ে ক্যামেরা বন্ধ করে ওঁর কলটি ধরতে বাধ্য হই। তখন দেখি উনি আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতে পারছিলেন না।’ পোস্টে শ্রেয়সী স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলেন যে, তাঁর সঙ্গে শুভঙ্করের কোনওপ্রকার পূর্ব পরিচয় ছিল না। তবে ক্ষোভ প্রকাশ করতে শ্রেয়সী একটি সাজেশনও দেন। তিনি লিখেছেন, ‘ প্রচুর মদ খেয়ে নিজেকে সামলাতে না পারলে ফোনটা নিজের থেকে দূরে রাখবেন।’
এই পোস্ট দেখামাত্রই বাংলার বিখ্যাত সংবাদ মাধ্যম থেকে শুভঙ্করের সঙ্গে যোগাযোগ করলে আরও নতুন চমক পাওয়া যায়। সংবাদ মাধ্যমের যোগাযোগের পূর্বে পরিচালক জানতেনও না যে এরকম কাণ্ড ঘটিয়ে তিনি বসে আছেন।
এই ঘটনার পরই আরও বেশ কিছু বিষয় লক্ষ্য করা হয়। সংবাদ মাধ্যমের যোগাযোগের বেশ কিছুক্ষণ পর উক্ত মহিলার প্রোফাইল থেকে আরও একটি পোস্ট করা হয়। সেখানে তিনি জানান, ‘ শুভঙ্কর আমাকে ফোন করে ক্ষমা চেয়েছেন। পোস্ট ডিলিট করে দিতে বলেছেন। আমি ওনার ক্ষমা গ্রহণ করলাম কিন্তু পোস্ট ডিলিট করব না। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।’
এরপরই আবার ওই সংবাদ মাধ্যম থেকে শুভঙ্করকে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। কিন্তু আবার শ্রেয়সী চক্রবর্তীর প্রোফাইলে পোস্ট দেখা যায়। তিনি বেশ বিরক্ত হয়েই এবারে লেখেন, ‘ অনেক ফোন আসছে। বিব্রত হচ্ছি। উনি নিজে এবং অনেককে দিয়ে সরি বলিয়েছেন। আমি সেই ক্ষমা গ্রহণ করলাম। আর এই বিষয়ে কোনও আলোচনা হোক চাই না।’