জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Dona Ganguly: ‘যারা ঘর-সংসার সামলান তাদের পদ্মশ্রী দেওয়া উচিত!’, গৃহবধূদের হয়ে মুখ খুললেন মহারাজের স্ত্রী ডোনা গাঙ্গুলী, পাল্টা জুটল ‘অহংকারী’ তকমা

বাংলা তথা ভারতের একজন নক্ষত্র হলো সৌরভ গাঙ্গুলী। বাঙালির আবেগ তাকে জড়িয়ে এতো বেশি যে সৌরভের স্থান সব সময় শীর্ষে থাকে তাদের কাছে। তবে সৌরভের পাশাপাশি সৌরভের গৃহিনীও কিন্তু বেশ জনপ্রিয় বাংলা তথা গোটা ভারতবর্ষে। হ্যাঁ এখানে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর কথাই বলা হচ্ছে। ঠিক যেভাবে তিনি মহারাজের স্ত্রী সেই ভাবেই একজন জনপ্রিয় ভারতীয় ওডিসি নৃত্যশিল্পী। যাকে গোটা ভারতবর্ষ তথা বিদেশ চেনেন একজন জনপ্রিয় নৃত্যশিল্পী হিসাবে। যার নৃত্যকলা দিয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছেন বিদেশের কোনায় কোনায়।

সম্প্রতি ডোনাকে একটি জনপ্রিয় রিয়ালিটি শো তে অতিথি বিচারকের আসনে দেখতে পাওয়া গিয়েছে। যা এখনো সম্প্রচারিত হয়নি তবে তার প্রমো দেখেই প্রশংসায় ভরিয়েছেন বাংলার নেটিজেনরা। প্রসঙ্গত তাকে স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র থ্রি’ তে অতিথি বিচারকের আসনে দেখতে পাওয়া গিয়েছে। যেখানে তিনি সেখানকার খুদে ছোট ছোট শিল্পীদের নাচ দেখে মুগ্ধ হয়ে তাদের প্রশংসায় ভরিয়েছেন।

তবে এই রিয়ালিটি শোতে ডোনাকে দেখতে পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে তাকে পুরোপুরি বিচারকের আসনে দেখতে পাওয়ার অনুরোধ। ডোনা যে একাধারে তার পুরো সংসার সামলে নিজের কর্ম জীবন নিয়ে এগিয়ে যাচ্ছেন তা বলাই বাহুল্য। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে নিজের পরিবার এবং কর্মজীবন নিয়ে কথা বলেন ডোনা। সেখানেই তিনি জানান যে তার পক্ষে তার সংসার এবং কর্মজীবন সামলে পুরোপুরি একটি রিয়ালিটি শো এর বিচারকের আসনে বসা খুবই কঠিন হয়ে যাবে।

কারণ তার বাড়িতে তার শাশুড়ি রয়েছেন উল্টোদিকে তার বাবা-মা রয়েছেন তাদের সাথে নিজের পুরো সংসারের হাল তাকেই ধরতে হয়। তাছাড়া রয়েছে নিজের নাচের ছাত্রছাত্রীরা।তাই ডোনা খুব ভালোভাবেই জানেন সংসার সামলে কিভাবে নিজের শখকে পূরণ করতে হয়। তাই এদিন ডোনা সে সব মহিলাদের উদ্দেশ্যে কথা বলেন যারা একা হাতে নিজেদের সংসার এবং বাচ্চাদের সামলান।

এদিন ডোনার কথায়,’ যাঁরা গৃহবধূ এবং সংসার সামলাচ্ছেন বা সন্তানকে মানুষ করছেন, তাঁদের আমি আমার তরফ থেকে ‘পদ্মশ্রী’ দিতে চাই। কারণ চাকরিতে ছুটি পাওয়া যায়। কিন্তু যা-ই হোক না কেন, বাড়ির মহিলাদের প্রতি দিন এই একই কাজ করে যেতে হয়। ছুটি নেই। দেখেছি, গৃহস্থালীর কাজকে অনেকে কোনও কাজ হিসাবেই মনে করেন না। কিন্তু ভুলে গেলে চলবে না, মায়েরা বাড়ির হাল ধরে রেখেছেন বলেই বাকিরা বাড়ির বাইরে পা রাখতে পারছেন।

Sourav Ganguly के घर पहुंचे Amit Shah, गांगुली की पत्नी Dona Ganguly
তাঁদের এই স্বার্থত্যাগ অনেক সময়েই অগোচরে রয়ে যায়আবার দেখেছি, হয়তো বাচ্চার মা মারা গিয়েছেন বা মা চাকরির সূত্রে বাইরে থাকেন। সেই সব শিশুদের কী সুন্দর ভাবে বাবা একার হাতেই মানুষ করছেন। আসলে মানুষের পরিবারই তো শেষ কথা। তাই পরিবারকে আগলে রাখতে রাখতেই নিজের স্বপ্নকে ধাওয়া করতে হবে। দেখবেন ঠিক সাফল্য আসবে।’

Nira