জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাধ্য হয়ে অভিনয় ত্যাগ! গৌরী এলোতে বদলে গেল মুখ্য চরিত্র, জানুন কে এলো?

বাঙালি দর্শকদের বিনোদনের জন্য একের পর এক নতুন ধারাবাহিক আনছে জি বাংলা। কিন্তু অনেক সময় স্টার জলসার সঙ্গে টক্কর দিতে গিয়ে পেরে উঠছে না। তবে কিছু ক্ষেত্রে টিআরপি রেটিং তালিকায় ফল পাওয়া যাচ্ছে। নতুন শুরু হওয়া সিরিয়াল গৌরী এলো এরকমই দুর্ধর্ষ একটি ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।

ধার্মিক আধারে তৈরি এই সিরিয়াল নিয়ে প্রথমে অনেক রকম কথা উঠেছিল। কিন্তু এমন যুক্তি সম্মত ভাবে সিরিয়ালটি পরিবেশন করা হচ্ছে যে সাধারণ মানুষ ঈশান গৌরীকে বেশ পছন্দ করে ফেলেছে ইতিমধ্যে। ঈশানকে তো আগে আমরা দেখেছি কিন্তু গৌরীর ভূমিকায় রয়েছেন ডান্স বাংলা ডান্স খ্যাত নবাগত অভিনেত্রী মোহনা মাইতি। শুরুতেই তিনি লিড রোল পেয়েছেন।

এদিকে আবার শৈল মায়ের চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ। এটি একটি নেগেটিভ চরিত্র। কিরণমালা সিরিয়ালে তার অভিনয় করা কটকটি যেমন প্রশংসা পেয়েছিল এই চরিত্রটিও যেনো একই দিকে এগোচ্ছে। আবার শৈল মায়ের চরিত্রে তার উগ্র মেকআপ এবং সুতীব্র নেগেটিভিটি দর্শকের ভালো লাগছে।

Gouri elo mejo boudi replacemnt

তবে এবার জানা যাচ্ছে বাধ্য হয়ে এই সিরিয়ালের প্রধান চরিত্র অভিনয় ছেড়ে দিলেন। তার জায়গায় এসেছেন জন্য অভিনেত্রী। তাহলে কি শৈল মা চরিত্রটি বদলে গেছে? নাকি পাল্টে দেওয়া হল গৌরীকে? পাল্টানো হয়েছে মাধুরীর চরিত্রটি। আগে এখানে কন্যাকুমারীকে দেখা যেত। তিনি কিছু ব্যক্তিগত কারণে এবং অন্য কাজের চাপে এই সিরিয়ালটি থেকে সরে গেলেন। তার জায়গায় এসেছেন সুজাতা।

Piya Chanda

                 

You cannot copy content of this page