জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নাচ-অভিনয়ে দুই প্রজন্ম, একই ছাদের নিচে দুই শিল্পীর গল্প! স্টার জলসায় রাজনন্দিনীর যাত্রা শুরু, মা ইন্দ্রাণীর চোখে গর্ব! রাজনন্দিনীর অভিনয়ে মুগ্ধ ইন্দ্রাণী, চান একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে!

ছোট থেকে বড় পর্দা কিংবা স্টেজ, প্রায় সব মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন ‘ইন্দ্রাণী দত্ত’ (Indrani Dutta) । একাধারে অভিনেত্রী, অন্যদিকে দক্ষ নৃত্যশিল্পী হিসেবে তিনি বিনোদন জগতের এক পরিচিত মুখ। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের গড়ে তোলা নৃত্য প্রতিষ্ঠানের পরিচালনাতেই ব্যস্ত সময় কাটছে তাঁর। ছোটবেলা থেকেই নাচের প্রতি তাঁর গভীর ভালোবাসা, যার পরিণতিতে আজ সেই নৃত্য প্রতিষ্ঠান দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসা কুড়িয়েছে।

ইন্দ্রাণীর শৈশবেই তাঁর পরিবারে শিল্পচর্চার আলাদা এক পরিবেশ ছিল। পরিবারের অন্যান্য সদস্যদের মতো তিনিও ছিলেন সুর আর নৃত্যের সংস্পর্শে। পড়াশোনাতেও ছিলেন তুখোড়। অভিনয় জগতে তাঁর যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে রজত দাস পরিচালিত ‘পাপ পুণ্য’ সিনেমার মাধ্যমে। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন। ‘বেলা শুরু’, ‘বেলা শেষে’, ‘নায়িকার ভূমিকায়’ বা ‘সেদিন বসন্তে’—প্রতিটি ছবিতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

তবে জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীনই ব্যক্তিগত জীবনের কারণে ইন্দ্রাণীকে কিছুটা পিছিয়ে আসতে হয়। সন্তান জন্মের পর পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু তাঁর কন্যা রাজনন্দিনী পাল ঠিকই মায়ের স্বপ্নের পরিধিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটেছে তাঁর, এবং দর্শকদের মনও জয় করতে পেরেছেন। সম্প্রতি স্টার জলসায় শুরু হতে চলেছে রাজনন্দিনী অভিনীত প্রথম ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’।

এই প্রজেক্টকে ঘিরে বেশ উত্তেজিত ইন্দ্রাণী নিজেও। এমনিতেই মা-মেয়ের মধ্যে খুব টান। এই প্রসঙ্গে ইন্দ্রানী বলেন, “একই বাড়িতে দুই শিল্পী থাকি, তাই সুবিধাও অনেক। একে অপরের প্রয়োজনে সঠিক পরামর্শ দিতে পারি।” তিনি মনে করেন, আজকের নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা অনেক বেশি স্বচ্ছন্দ এবং আত্মবিশ্বাসী, যা তাঁদের সময়ে এতটা দেখা যেত না। মেয়ের অভিনয় প্রতিভা নিয়ে গর্ববোধ করেন তিনি।

এক জন মা হিসেবে নয়, একজন শিল্পী হিসেবে রাজনন্দিনী তাঁকে মুগ্ধ করেছে। তাঁর কথায়,”রাজনন্দিনী অত্যন্ত ভালো অভিনেত্রী, শুধু যে মেয়ে বলে একথা বলছি এমন নয়। বরং দর্শক হিসেবে অনুভব করেছি। তাই মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে চাই।” তিনি বলেন, বর্তমানে একটা ইচ্ছে আছে যে রাজনন্দিনীর সঙ্গে একসাথে স্ক্রিন শেয়ার করা। এই পারস্পরিক বোঝাপড়াই তাঁদের সম্পর্ককে আরও গভীর করে তুলেছে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page