জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বিয়ে অনেক দূরের কথা, আগামী কয়েক বছর নিজেকে ভীষণ ব্যস্ত দেখতে চাই! সব ইচ্ছে পূরণ করতে চাই”— বিয়ে নিয়ে দেব-ইধিকার ভাবনার আশ্চর্য মিল! ‘বিয়ে না করেই যদি সব হয়ে যায় তাহলে আর বিয়ে করবে কেন?!’ কিশোরীকে কটা’ক্ষ নেটপাড়ার

টেলিভিশনের পর্দা থেকে বড়পর্দায় পা ফেলে অল্প সময়ের মধ্যেই সবাই নিজের জায়গা তৈরি করতে পারে না! সেটাকেই যেন ভুল প্রমাণ করে চোখে আঙুল দিয়ে দেখালেন অভিনেত্রী ‘ইধিকা পাল’ (Idhika Paul)। শুধুমাত্র চেনা ধাঁচের রোম্যান্টিক চরিত্রে সীমাবদ্ধ না থেকে, তিনি এখন একের পর এক নতুনত্ব চরিত্রে কাজ করে দেখাচ্ছেন নিজের অভিনয় দক্ষতা। ‘প্রিয়তমা’ ছবি দিয়ে ওপার বাংলার দর্শকের মন জয় করার পর, এপার বাংলার ‘খাদান’-এ ‘কিশোরী’ চরিত্রে এসে নতুন করে আলোচনায় উঠে আসেন।

এই ছবির মাধ্যমেই মেগাস্টার দেবের (Dev) বিপরীতে তাঁর রসায়ন নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়। দেব নিজে তাঁর অভিনয়ের প্রশংসা করে বলেন, ইধিকা এখন ‘বাংলার ক্রাশ।’ শুধু এক-দুটো চরিত্রেই নয়, ধারাবাহিকভাবে অভিনয় দিয়ে নজর কেড়েছেন ইধিকা। ‘খাদান’-এর পর দেবের সঙ্গেই আবার ‘রঘু ডাকাত’ ছবিতে অভিনয় করলেন তিনি। এদিকে ‘প্রজাপতি ২’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ‘রঘু ডাকাত’-এ ‘সৌদামিনী’ চরিত্রে তিনি নিজের অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন বলেই জানা যাচ্ছে।

এমন সাফল্যের পর টলিউডে এখন তাঁকে ‘লাকি চার্ম’ বলে ডাকা হচ্ছে। কোনও ছবিতে ইধিকা থাকলেই যেন সেই ছবি নিয়ে আশাবাদী হয়ে উঠছেন প্রযোজক-পরিচালকরা। তবে অভিনয় জীবনের এই ধাপে দাঁড়িয়ে ইধিকার মনোযোগ শুধুই নিজের কাজের দিকে। ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে, অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এখনই বিয়ের কথা ভাবছেন না। ইধিকার কথায়, “অনেক কিছু পাওয়া বাকি, অনেক চরিত্র বাকি… সব ইচ্ছেগুলো পূরণ করেই তবে না বিয়ের কথা ভাবা যায়।”

এই বক্তব্য থেকে বোঝা যায়, তিনি এখন নিজেকে তৈরি করতে চান একজন অভিনেত্রী হিসেবে, আগে সবটুকু নিজেকে কাজে নিংড়ে দিতে চান, তারপর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত। অন্যদিকে, দেবের সঙ্গেও তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে মাঝেমাঝেই গুঞ্জন শোনা যায়। ‘প্রজাপতি ২’-এর চরিত্র থেকে ইধিকা বাদ পড়েছেন— এমন একটা খবর ছড়ালেও পরে জানা যায়, ছবিতে তাঁকে দেখা যাবে। দেব-ইধিকার পর্দার রসায়ন এখন সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত চর্চার বিষয়। তবে বাস্তব জীবনে দেব বহুদিন ধরেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে।

তাই যখন দেবকেও বিয়ের প্রসঙ্গে কিছুদিন আগে জানতে চাওয়া হয়। তিনি বলেন, “বিয়ে মানে জীবনে স্থিতি, তাই এই সিদ্ধান্ত জীবনের একেবারে শেষের জন্য রেখে দিতে চাই,” তখন অনেক বিতর্কই হয়েছিল। অনেকেই বলেছিলেন যে, ‘এতটা পরিণত বয়সে এসেও যদি বিয়ে করতে দ্বিধা থাকে, তাহলে কিছুই বলার নেই। এক যুগ ধরে লিভ ইন করার পর, বিয়ে করব না টা অসামাজিক!’ সব মিলিয়ে, দেবের নায়িকা পরিচয় ছড়িয়ে ইধিকা তিনি নিজেকে সফল অভিনেত্রী হিসেবেই গড়ে তুলছেন। তবে, দু’জনেই বিয়ে নিয়ে ভাবতে রাজি নন এখন।

Piya Chanda