টলিউডের তরুণ অভিনেত্রীদের তালিকায় এখন এক উজ্জ্বল নাম ইধিকা পাল। ‘প্রিয়তমা’ হোক বা ‘কিশোরী’, রূপ আর অভিনয়ে বারবার তাক লাগিয়েছেন দর্শকদের। ওপার বাংলা এবং এপার বাংলার সিনেপ্রেমীরা এক নামে চেনেন তাঁকে। এবার তিনি ফিরছেন একেবারে নতুন এক মেজাজে, বহুরূপে। এক নয়, একাধিক লুকে পর্দা কাঁপাতে আসছেন ইধিকা, সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এল তাঁর অভিনয় জগৎ, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বহু অজানা কথা।
নতুন সিনেমা ‘বহুরূপ’-এ থাকছে নানা চরিত্রের মিশেল, যাকে ঘিরে পোস্টার রিলিজের পর থেকেই শুরু হয়েছে চর্চা। একাধিক লুক, রূপের রহস্য আর ইধিকার চোখের ভাষা – এই তিনে মিলে তৈরী হয়েছে এক রহস্যময় আবহ। অভিনেত্রীর কথায়, “চোখ এমন একটি জায়গা, যেখানে মিথ্যে লুকানো যায় না। আমি চেয়েছি চোখ দিয়েই আমার মনের কথা বলি।” সেই চেষ্টার ছাপ স্পষ্ট এই ছবির প্রতিটি লুকে। সঙ্গে আছেন সোহম চক্রবর্তী, যাঁর সঙ্গে কাজ করাটাকেই তিনি বলছেন ‘ভীষণ রিচ অভিজ্ঞতা’।
ইধিকার কেরিয়ার যদিও এখনো প্রারম্ভিক পর্যায়ে, তবে ইতিমধ্যেই বড় বড় তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। দেব, শাকিব খান বা সোহম – একের পর এক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা অভিনেত্রীর কাছে এক বড় পাওয়া। তিনি বলেন, “আমি খুবই ফরচুনেট যে এতো অভিজ্ঞ মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। প্রতিটি দৃশ্যে আমি কিছু না কিছু শিখি।” তবে তার থেকেও বড় প্রাপ্তি ইধিকার কাছে দর্শকদের ভালোবাসা। কেউ তাঁকে ‘প্রিয়তমা’ ডাকে, তো কেউ ‘কিশোরী’। বাংলাদেশে গেলে তাঁকে নিজের নামে নয়, বরং সেই চরিত্রের নামেই চেনে মানুষজন। এই ভালোবাসাতেই তিনি আবেগতাড়িত।
সম্প্রতি মুক্তি পাওয়া ওপার বাংলার ছবি ‘বরবাদ’-এ তাঁর উপস্থিতি না থাকা সত্ত্বেও, দর্শকের উন্মাদনায় মুগ্ধ ইধিকা। তিনি জানালেন, “আমি যেতে পারিনি, তবে দর্শকের ভালোবাসা ভিডিও দেখে অনুভব করেছি।” একই সঙ্গে অভিনেত্রী বিশ্বাস করেন, সাফল্য মানেই দায়িত্ব। নিজের প্রত্যেকটা কাজের পরেই ভাবতে হয়, এরপর কী এমন করতে পারি, যাতে আরও ভালো কিছু দেওয়া যায় দর্শকদের।
আরও পড়ুনঃ বাক্স খুলতেই অতীত ফিরে এলো! দু’বছর আগের এক অধ্যায় আজও মনে গেঁথে আছে শ্রুতির! কাটোয়ার বাড়িতে কী এমন দেখলেন, যা চোখ ভিজিয়ে দিল শ্রুতির? কোন পুরনো স্মৃতি ঘিরে আবেগে ভেসে উঠলেন তিনি?
সাফল্যের সঙ্গেই আসে আলোচনা ও বিতর্ক। তবে সেদিকে পাত্তা দিতে নারাজ ইধিকা। তাঁর স্পষ্ট কথা, “নেগেটিভিটিকে আমি কাছে আসতে দিই না।” আপাতত চোখ এখন ‘বহুরূপ’-এর দিকে। রহস্যে মোড়া ছবির কিছুটা লুক সামনে এলেও, আসল চমক নাকি এখনও বাকি। ইধিকার আহ্বান, “বহুরূপ একদম আলাদা এক অভিজ্ঞতা, আপনাদের সকলের ভালোবাসা চাই সিনেমা হলে।”