Connect with us

Tollywood

Iman Chakraborty: রক মিউজিকের সাথে ‘আইগিরি নন্দিনী’ গান গেয়ে কটাক্ষের মুখে জনপ্রিয় গায়িকা ইমন! ‘মা দুর্গার গানকেও বিকৃত করতে হবে দিদি?’, বিরক্ত নেটিজেনরা

Published

on

iman

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যার অপেক্ষায় সারাটা বছর কাটিয়ে দেয় বাঙালিরা। দুর্গাপূজার ৫ টা দিনের হইহুল্লোরের কথা ভাবতে ভাবতে কেটে যায় অপেক্ষার এক বছর। তাই বাঙালির কাছে দুর্গাপুজো হলো ও একটা আলাদা ইমোশন বা আবেগ। যা তারা কখনোই কাউকে আঘাত করতে দেয় না। আর কোন কারণবশত যদি তাতে একটুও আঁচ লাগে তাকে ছেড়ে কথা বলে না বাঙালি।

বর্তমান সময়ের বাংলার জনপ্রিয় গায়িকা হলেন ইমন চক্রবর্তী। ২০১৬ সালের প্রাক্তন ছবির তুমি যাকে ভালোবাসো গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে ইমন। এই গানের মাধ্যমে জাতীয় পুরস্কারও পান ইমন। তারপর থেকে একাধিক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের প্রশংসা করিয়েছেন এই গায়িকা। সম্প্রতি তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপাতে গুরুর আসনে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর শো করে থাকেন গায়িকা যেখানে তার ভক্তদের ভির উপছে পড়ে। কিন্তু বারবার একাধিক কারণে ট্রোলারদের বিদ্রুপের সম্মুখীন হতে হয় গায়িকাকে।

I'm out of my secured zones with Aigiri Nandini: Iman Chakraborty | Indiablooms - First Portal on Digital News Management
কিছুদিন আগেই বাংলা ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ছিলেন এই গায়িকা। তখনো সেই সূত্রে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ইমন। তবে সম্প্রতি রক স্টাইলে দূর্গা স্তোত্র গেয়ে সমালোচনার শিকার হয়েছেন গায়িকা। সোশ্যাল মিডিয়া একটি ভিডিওতে দেখা গেছে ইমন ‘আইগিরি নন্দিনী’ গানটিকে রক মিউজিকের সাথে গেয়েছেন। আর যা দেখে অনেকে উপভোগ করলেও অনেকের তরফে ভিডিওর কমেন্ট বক্সে ভেসে এসেছে একাধিক কটাক্ষ।

একজন লিখলেন, ‘গান আপনি ভালোই করেন। তাই বলে দুর্গাস্তব রক স্টাইলে???’ অপরজন লিখলেন, ‘আপনি দেবী দুর্গাকে অন্তত ছেড়ে দিন! এই গানের সঙ্গে জড়িয়ে থাকা ভক্তিকে অন্তত অটুট থাকতে দিন।’ এক জনৈক লিখলেন, ‘সংস্কৃত উচ্চারণের পিণ্ডি চটকে দিয়েছে। তারপর এই সুর…’। কমেন্ট পড়ল, ‘সব গান কী রক স্টাইল এ চলে? অন্তত এই গানটা তো কোনভাবেই না, গানটির মান নষ্ট করবেন না দয়া করে।’

12357254aedf22de513bc2c298cda40c