বাংলা টেলিভিশনের গল্প বলার ধরণ এখন বদলে যাচ্ছে। একঘেয়ে প্রেমকাহিনি বা চেনা পারিবারিক টানাপোড়েনের বাইরে গিয়ে নির্মাতারা দর্শককে নতুন স্বাদ দিতে চাইছেন। সেই প্রবণতারই আরেকটি উদাহরণ হতে চলেছে পরিচালক ও ভাবনাশিল্পী সুশান্ত দাসের নতুন ধারাবাহিক ভালোবাসা রং রুট। এখানে প্রেম আছে, আবেগ আছে, কিন্তু চরিত্রদের পেশা ও জীবনযাপন একেবারেই আলাদা রকমের। নায়িকা বাস চালক, আর নায়ক পেশায় নার্স। ছোটপর্দায় এমন চরিত্র খুব কমই দেখা গেছে, তাই শুরু থেকেই এই ধারাবাহিক ঘিরে কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে। নতুন ধরনের গল্প বলার এই উদ্যোগ দর্শকের স্বাদ বদলের চাহিদাকেই আরও এক ধাপ এগিয়ে দিচ্ছে।
এই ধারাবাহিকে নায়ক রেহানের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। এর আগে সুশান্ত দাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় চরিত্রের গভীরে ঢুকতে সুবিধা পাচ্ছেন তিনি। নায়িকার ভূমিকায় রয়েছেন মিষ্টি সিংহ রায়, যাঁর এটি পর্দায় প্রথম কাজ। তাঁর চরিত্র রূপাই একজন দক্ষ বাসচালক, যে নিজের সাহস ও আত্মবিশ্বাস দিয়ে জীবনের প্রতিটি বাঁক সামলায়। দুই ভিন্ন পেশার মানুষের প্রেম, তাঁদের ভাবনা, দায়িত্ব আর স্বপ্ন কী ভাবে একে অন্যের সঙ্গে মিশে যায়, সেটাই এই ধারাবাহিকের মূল আকর্ষণ। বাস্তবের কাছাকাছি গল্প বলার চেষ্টা দর্শকের আবেগকে আরও স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে।
যেহেতু বাস্তবে এই পেশাগুলির সঙ্গে দুজনেরই সরাসরি অভিজ্ঞতা নেই, তাই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে চলছে বিশেষ প্রস্তুতি। ইন্দ্রনীল জানিয়েছেন, হাঁটাচলা, কথা বলার ভঙ্গি, রোগীর সঙ্গে ব্যবহার সব কিছুই তিনি রপ্ত করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই প্রোমো শুট হয়ে গিয়েছে এবং নিয়মিত ওয়ার্কশপ চলছে। নার্স হিসেবে কাজ করার মানসিকতা, দায়িত্ববোধ এবং মানবিক স্পর্শ ফুটিয়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। প্রতিটি নতুন তথ্য ও অভিজ্ঞতা তাঁকে চরিত্রের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন অভিনেতা।
অন্য দিকে মিষ্টি সিংহ রায়ও বাস চালকের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পরিশ্রম করছেন। স্টিয়ারিং ধরার ভঙ্গি, রাস্তায় সতর্কতা, যাত্রীদের সঙ্গে আচরণ সব কিছুতেই বাস্তবের ছোঁয়া আনতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। নতুন মুখ হিসেবে এই ধারাবাহিক তাঁর কাছে বড় সুযোগ। সহ অভিনেতা ও টিমের সহযোগিতায় ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ছে বলেও শোনা যাচ্ছে। দর্শকের সামনে একেবারে নতুন রূপে ধরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি, যাতে চরিত্রটি কেবল অভিনয় না হয়ে জীবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুনঃ “আমি আজও তাপস পালেরই স্ত্রী…স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরা আমার অধিকার!” একচল্লিশতম বিবাহবার্ষিকীতে আবেগে ভাসলেন, প্র’য়াত অভিনেতার স্ত্রী নন্দিনী পাল!
সব মিলিয়ে ভালোবাসা রং রুট শুধুই একটি প্রেমের গল্প নয়, বরং কর্মজীবন, দায়িত্ব আর মানুষের সম্পর্কের নানা দিককে তুলে ধরার এক নতুন প্রয়াস। চেনা ছকের বাইরে গিয়ে এই ধরনের গল্প দর্শকের মনে নতুন রঙের ছাপ ফেলতে পারে। ইন্দ্রনীলের প্রস্তুতি, মিষ্টির নতুনত্ব এবং সুশান্ত দাসের ভিন্ন ভাবনার মেলবন্ধনে ধারাবাহিকটি কতটা জনপ্রিয় হয়, সেটাই এখন দেখার অপেক্ষা। ছোটপর্দায় নতুন স্বাদের এই যাত্রা দর্শকের মনে আলাদা জায়গা করে নেবে বলেই আশা করা হচ্ছে।
